IND vs IRE 2023: একই প্রান্তে দু-জন! যশস্বী-ঋতুরাজের ‘বোঝাপড়া’য় হাসির রোল

India vs Ireland 2023, Yashasvi-Ruturaj: রান তাড়ায় ওপেনিংয়ে নামেন যশস্বী ও ঋতুরাজ। সুইংয়ের পরিবেশে বিধ্বংসী শুরু সম্ভব হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই কমেডি অব এরর। লেগ বাইয়ে সিঙ্গল নিতে গিয়ে বিপত্তি।

IND vs IRE 2023: একই প্রান্তে দু-জন! যশস্বী-ঋতুরাজের 'বোঝাপড়া'য় হাসির রোল
Image Credit source: Screengrab
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 2:28 AM

আয়ার্ল্যান্ড সফরে আরও একটা জয়। একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখল ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে মাত্র ২ রানে জয়। তবে এর মাঝে হাসির রোল উঠল দুই ওপেনারের বোঝাপড়ায়। আসলে ভুল বোঝাবুঝিতে। গত দু-বছর ভারতীয় দলে বেশ কয়েক বার অধিনায়ক বদল হয়েছে। বিরাট কোহলি তিন ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার পর পাকাপাকি দায়িত্ব দেওয়া হয়েছিল রোহিত শর্মাকেই। তাঁর অনুপস্থিতিতে বিভিন্ন সিরিজে নতুন অধিনায়ক দেখা গিয়েছে। আয়ার্ল্যান্ড সফরে যেমন নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। টি-টোয়েন্টিতে একাদশতম অধিনায়ক তিনি। প্রথম বার কোনও পেসার টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়কের পাশাপাশি পরিবর্তন হয়েছে ওপেনিং জুটিতেও। আর তাতেই যেন ছন্দপতন। প্রথম টি-টোয়েন্টিতে যেমনটা হল। ঠিক কী ঘটেছে? ভিডিয়ো সহ বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে ওপেন করেছিলেন ঈশান কিষাণ ও শুভমন গিল। ঈশানের ব্য়র্থতায় সুযোগ মেলে যশস্বীর। বাকি তিন ম্যাচে ওপেন করেন যশস্বী ও শুভমন। আয়ার্ল্যান্ডে বিশ্রামে শুভমন। এশিয়া কাপ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখেই শুভমনকে বিশ্রাম দেওয়া হয়েছে। আয়ার্ল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে ওপেন করেন যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। দ্রুত পাঁচ উইকেট হারালেও ব্যারি ম্যাকার্থির হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় আয়ার্ল্যান্ড। ভারতকে তারা ১৪০ রানের লক্ষ্য দেয়।

রান তাড়ায় ওপেনিংয়ে নামেন যশস্বী ও ঋতুরাজ। সুইংয়ের পরিবেশে বিধ্বংসী শুরু সম্ভব হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই কমেডি অব এরর। লেগ বাইয়ে সিঙ্গল নিতে গিয়ে বিপত্তি। কল করেন যশস্বী জয়সওয়াল। ঋতুরাজ বল দেখতে পারছিলেন। কিছুটা গিয়েই মানা করে নিজের প্রান্তে ফেরেন ঋতুরাজ। যশস্বী ততক্ষণে নন স্ট্রাইকার প্রান্তে চলে এসেছেন। দুই ব্যাটার একই প্রান্তে। যদিও এর সুযোগ নিতে ব্যর্থ আয়ার্ল্যান্ড ফিল্ডাররা। এই সুযোগে ঋতুরাজ ব্যাটিং প্রান্তে দৌড়ে রান সম্পূর্ণ করেন।

ক্রিকেট মাঠে এমন ঘটনা নতুন নয়। তবে এই দুই ওপেনারের যে এখনও বোঝাপড়া তৈরি হয়নি, তার একটা উদাহরণ যেন এটাই।