IND vs IRE 2023: প্রত্যাবর্তনের ম্যাচেই সেরা, ফিটনেস নিয়ে স্বস্তির কথা শোনালেন বুমরা

India vs Ireland 2023, Jasprit Bumrah: এ বছরই অস্ত্রোপচার হয়েছে বুমরার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব চলেছে। প্রস্তুতি ম্যাচও খেলেছেন। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর ফিটনেস দেখা বাকি ছিল।

IND vs IRE 2023: প্রত্যাবর্তনের ম্যাচেই সেরা, ফিটনেস নিয়ে স্বস্তির কথা শোনালেন বুমরা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 1:54 AM

এশিয়া কাপ এবং ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের আগে বেশ কিছুটা স্বস্তি। জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন হল। চোটের কারণে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। এ বারও ধোঁয়াশা ছিল। সেটা হয়তো কাটল। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন হল বুমরার। শুধু তাই নয়, এই ফরম্যাটে দেশকে প্রথম বার নেতৃত্বও দিলেন। জয় দিয়েই নেতৃত্বের অভিষেক হল তাঁর। প্রত্যাবর্তনের ম্যাচে জিতে নিলেন সেরার পুরস্কার। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বুমরা। বোলিং ওপেন করেন। প্রথম ওভারেই জোড়া উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট। ম্যাচ শেষে স্বস্তির কথাই শোনালেন বুমরা। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বছরই অস্ত্রোপচার হয়েছে বুমরার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব চলেছে। প্রস্তুতি ম্যাচও খেলেছেন। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর ফিটনেস দেখা বাকি ছিল। বোলিংয়ের শুরুটা হল ১২৯ কিমি/ঘণ্টার আশেপাশে। ম্যাচ যত এগোল, গতিও বাড়ল। নিজের দ্বিতীয় ওভারে ১৪১ কিমি/ঘণ্টা গতি তুললেন। যা দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। ম্যাচের সেরা বুমরার কাছে জানতে চাওয়া হয় অনুভূতি কেমন? বুমরা বলেন, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রচুর প্র্যাক্টিস করেছি। প্রস্তুতি ম্যাচও খেলেছি। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ আলাদা। যদিও এখানে এসে মনে হয়নি এতদিন দলের বাইরে ছিলাম কিংবা নতুন কিছু করছি।’

দু-এক দিনের মধ্যেই এশিয়া কাপের টিম সিলেকশন। নেতৃত্বের কোনও চাপই অনুভব করেননি, এমনটাই মত বুমরার। বরং এতে তাঁর লাভ হয়েছে। বুমরার কথায়, ‘ক্যাপ্টেন্সি নিয়ে কোনও চাপই মনে হয়নি। আসলে অধিনায়ক হলে, শুধু নিজের পারফরম্যন্সই নয়, টিমের কথাও ভাবতে হয়। এখানকার পরিবেশে বোলারদের সাহায্য রয়েছে। প্রতিটা ম্যাচেই নিখুঁত হওয়ার দিকে মন থাকে। দলের সকলকে কৃতিত্ব দিতেই হবে।’