Rinku Singh: KBC-র প্রশ্নে এ বার রিঙ্কু সিং! হটসিটে জুনিয়র বচ্চন
IND vs IRE, T20: আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে রিঙ্কু সিংয়ের জন্য জাতীয় দলের দরজা খুলে গিয়েছে। আইরিশদের বিরুদ্ধে ১৮ অগস্ট তাঁর ডেবিউ হয়েছে। সকলের নজর ছিল রিঙ্কু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কেমন ব্যাটিং করেন সেদিকে।
নয়াদিল্লি: বর্তমানে ভারতের তরুণ তুর্কি রিঙ্কু সিং (Rinku Singh) ডাবলিনে রয়েছেন। এই প্রথম বার জাতীয় দলে সুযোগ পেয়ে বিদেশ সফরে গিয়েছেন রিঙ্কু। আইরিশদের বিরুদ্ধে এখন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত (IND vs IRE)। আয়ার্ল্যান্ড বনাম ভারতের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে রিঙ্কু সিংয়ের ডেবিউ হয়েছে। কিন্তু জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিং করার সুযোগই পাননি রিঙ্কু। এরই মাঝে জনপ্রিয় গেম শো কৌন বানেগা কৌড়পতির (KBC) প্রশ্নে উঠে এল কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার রিঙ্কু সিংয়ের নাম। কেবিসিতে রিঙ্কুকে নিয়ে কী প্রশ্ন ছিল জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১৮ অগস্ট বলিউড তারকা অভিষেক বচ্চন অভিনীত স্পোর্টস ড্রামা ‘ঘুমর’ রিলিজ করেছে। সেই সিনেমার প্রচারেই কেবিসির মঞ্চে এসেছিলেন জুনিয়র বচ্চন। হটসিটে অভিষেকের সঙ্গে ছিলেন তাঁর কো-অ্যাক্টর সাইয়ামি খের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কেবিসির ৬ লক্ষ ৪০ হাজার টাকার জন্য স্ক্রিনে যে প্রশ্নটি এসেছিল তা ছিল ক্রিকেট নির্ভর। আসলে সেই প্রশ্নটি হল – ২০২৩ সালের আইপিএলের এক ম্যাচে শেষ ওভারে পরপর পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের কোন ক্রিকেটার? সেটির উত্তরের বিকল্পে ছিল যে চারটি নাম তা হল যথাক্রমে – আন্দ্রে রাসেল, নীতীশ রানা, রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ার। ওই প্রশ্নের আসল উত্তর রিঙ্কু সিং। উল্লেখ্য, তিনি কেকেআরের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঁচ বলে টানা ৫ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং।
A cricket question in KBC for 6 Lakhs 40 thousand. pic.twitter.com/WcwiGaEzgS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 18, 2023
প্রসঙ্গত, আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে রিঙ্কু সিংয়ের জন্য জাতীয় দলের দরজা খুলে গিয়েছে। আইরিশদের বিরুদ্ধে ১৮ অগস্ট তাঁর ডেবিউ হয়েছে। সকলের নজর ছিল রিঙ্কু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কেমন ব্যাটিং করেন সেদিকে। কিন্তু বৃষ্টির কারণে ডিএলএস মেথডে শেষ হয় ভারত-আয়ার্ল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ। আর তাই রিঙ্কুকে ব্যাট করতে নামতেই হয়নি। এ বার নজর থাকবে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি একাদশে সুযোগ পেলে কেমন পারফর্ম করেন।