IND vs NZ, 1st ODI Highlights: ট্র্যাজিক হিরো ব্রেসওয়েল, শুভমন-সিরাজদের দাপটে ১২ রানে জিতল ভারত
India vs New Zealand 1st ODI Live Score: হায়দরাবাদে আজ প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
হায়দরাবাদ: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে ওডিআই সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের অভিযানটাও জয় দিয়ে শুরু হল ভারতের। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রানের বর্ষণ। দুটি দল মিলে উঠল সাড়ে ছশোর বেশি রান। শুভমন গিলের দুরন্ত ডাবল সেঞ্চুরির দৌলতে ৩৪৯ রান তোলে ভারত। কিন্তু ভারতকে সহজে জিততে দিলেন না ব্রেসওয়েল। রান তাড়া করতে নেমে সাত নম্বরে নেমে ১৪০ রানে ইনিংস খেলেন মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন ব্রেস। রুদ্ধশ্বাস ম্যাচের শেষদিকে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা পরপর উইকেট ফেলে ম্যাচ বের করে নেন। ১২ রানে ম্যাচ জিতে সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে নিউজিল্যান্ডের ইনিংস
- ৩৫০ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে গেল ৩৩৭ রান।
- ট্র্যাজিক হিরো মাইকেল ব্রেসওয়েল খেললেন ১৪০ রানের ইনিংস
- ১২টি চার ও ১০টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস
- মিচেল স্যান্টনার খেলেন ৫৭ রানের ইনিংস
- ১৩১ রানে ৬ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড
- ব্রেসওয়েল-স্যান্টনার জুটির দাপটে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড
- কিউয়ি ইনিংসে সর্বোচ্চ ৪টি উইকেট নিলেন মহম্মদ সিরাজ।
-
জিতল ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ১২ রানে জিতল ভারত।
-
-
থামলেন ব্রেসওয়েল
শেষ ওভারে ব্রেসওয়েল ঝড় থামালেন শার্দুল ঠাকুর। নিউজিল্যান্ডের ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটারকে শেষ ওভারের দ্বিতীয় বলে এবিডব্লিউ করতেই শেষ হয়ে গেল কিউয়িদের ইনিংস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ব্রেসওয়েল। ব্যর্থ হল ব্রেসওয়েলের লড়াই।
-
ফিরলেন ফার্গুসন
৪৮.৩ ওভারে লকি ফার্গুসনকে ফেরালেন হার্দিক পান্ডিয়া।
-
তিনশো পার কিউয়িদের
৪৭ ওভারে দলীয় ৩০০ রান পার করল নিউজিল্যান্ড। ক্রিজে ব্রেসওয়েল এবং লকি ফার্গুসন।
-
-
সিরাজের জোড়া ধাক্কা
পরপর দুটো উইকেট নিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিলেন মহম্মদ সিরাজ। ৪৫.৪ ওভারে ব্যক্তিগত ৫৭ রানে মিচেল স্যান্টনারকে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন সিরাজ। এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ভারত। পরের বলেই হেনরি শিপলেকে শূন্য রানে ফেরান সিরাজ। ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ২৯৪ রান।
-
স্যান্টনারের অর্ধশতরান
মিচেল স্যান্টনারের অর্ধশতরান। ৪০ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন।
-
ব্রেসওয়েলের সেঞ্চুরি
শুভমন গিলের দ্বিশতরানকে ফিকে করে দেওয়ার চেষ্টায় মাইকেল ব্রেসওয়েল। ৫৭ বলে সেঞ্চুরি হাঁকালেন। শেষ ৭ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৭৬ রান।
-
২০০ পার নিউজিল্যান্ডের
দলীয় ২০০ রান পার হল নিউজিল্যান্ডের। ৩৭ ওভারে ২০০ রান অতিক্রম করে যায় কিউয়িরা। ক্রিজে মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। অর্ধশতরান করেছেন ব্রেসওয়েল।
-
৩০ ওভারের খেলা শেষ
৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৩৪/৬।
-
২৫ ওভার শেষে
২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের ঝুলিতে ১১৩ রান।
-
আউট মিচেল
আরও একটি উইকেট হারাল নিউজিল্যান্ড। আউট হলেন ড্যারেল মিচেল।
-
আউট ফিন অ্যালেন
ব্যক্তিগত ৪০ রান করে মাঠ ছাড়লেন ফিন অ্যালেন। ক্রিজে হেনরি নিকোলাস ও ড্যারেল মিচেল।
-
১০ ওভার শেষে
১০ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে ৪৩ রান।
-
ঘরের মাঠে সিরাজের প্রথম ম্যাচ
ঘরের মাঠে প্রথম ম্যাচ সিরাজের। ছেলের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত সিরাজের গোটা পরিবার।
-
কনওয়ে আউট
ডেভন কনওয়ের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ওডিআই ম্যাচে উইকেট সিরাজের।
-
নিউজিল্যান্ডের ইনিংস শুরু
ব্যাট হাতে মাঠে নেমেছেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে।
-
কিউয়িদের ৩৫০-এর টার্গেট দিল ভারত
শুভমন আজ মন জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। তাঁর ডাবল সেঞ্চুরির উপর ভর করেই কিউয়িদের ৩৫০-এর লক্ষ্য দিল রোহিতের ভারত।
-
আউট গিল
ব্যক্তিগত ২০৮ রান করে মাঠ ছাড়লেন গিল। ক্রিজ়ে কুলদীপ ও সামি।
-
ডাবল সেঞ্চুরি গিলের
পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি ক্লাবে নাম লেখালেন শুভমন গিল।
-
আউট শার্দূল ঠাকুর
আরও এক উইকেট হারাল ভারত। আউট হলেন শার্দূল ঠাকুর।
-
আরও এক উইকেট হারাল ভারত
আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ক্রিজে গিল ও শার্দূল ঠাকুর।
-
১৫০ পার গিলের
১৫০ পার করলেন শুভমন গিল। শুরু থেকেই কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
-
৪০ ওভার শেষে
৪০ ওভার শেষে ভারতের ঝুলিতে ২৫১ রান।
-
আউট হার্দিক
ব্যক্তিগত ২৮ রান করে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া।
-
শতরান গিলের
শতরান করলেন শুভমন গিল। শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। ওডিআই ফরম্যাটে তৃতীয় শতরান গিলের।
-
আউট সূর্যকুমার
আরও এক উইকেট হারাল ভারত। আউট মিস্টার ৩৬০ ডিগ্রী। ক্রিজে গিল ও হার্দিক জুটি।
-
২৫ ওভার শেষে
২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫৪-৩।
-
ফের উইকেটের পতন ভারতের
আরও এক উইকেট হারাল টিম ইন্ডিয়া। আউট হলেন ঈশান কিষান। ক্রিজ়ে সূর্যকুমার ও গিল।
-
হাফ সেঞ্চুরি গিলের
অর্ধ শতরান এল শুভমন গিলের ব্যাটে।
-
আউট বিরাট
মাঠে নেমে ৮ রান করে আউট বিরাট কোহলি।
-
রেকর্ড অ্যালার্ট
দেশের মাটিতে ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এখন হিটম্যানের ঝুলিতে। মোট ১২৫টি ছয় হাঁকিয়েছেন রোহিত শর্মা। পিছনে ফেলেছেন ১২৩টি ছক্কার মালিক মহেন্দ্র সিং ধোনিকে। তৃতীয় স্থানে সচিন তেন্ডুলকর (৭১), বিরাট কোহলি (৬৬) ও যুবরাজ সিং (৬৫)।
-
আউট রোহিত
১২ ওভারের পর প্রথম সাফল্য পেল নিউজিল্যান্ড। অধিনায়ক রোহিত শর্মাকে ফেরালেন ব্লেয়ার টিকনার। মিড অনে ক্যাচ নেন ড্যারেল মিচেল। ১২.১ ওভার শেষে ভারতের স্কোর ৬০/১। ক্রিজে বিরাট কোহলি।
-
১০ ওভার শেষে
১০ ওভারে ভারতের ঝুলিতে ৫২ রান।
-
ভারতের ইনিংস শুরু
ভারতের হয়ে ওপেনিং-এ অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল।
-
নিউজিল্যান্ডের একাদশ
টম ল্যাথাম(অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলাস, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলে, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।
-
ভারতের একাদশ
রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।
-
পিচ রিপোর্ট
পিচের অবস্থা ভালো জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিউয়িদের বিরুদ্ধে ভারতের সামনে এখন বড় লড়াই।
-
টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত ভারতের
টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিল রোহিতের ভারত।
-
অপেক্ষার আর মাত্র কিছুক্ষণ
আজ, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে প্রথম ওডিআই ম্যাচ।
Hello and welcome to Rajiv Gandhi International Stadium, Hyderabad for the 1st ODI against New Zealand.#INDvNZ @mastercardindia pic.twitter.com/TEk4Pxvnaq
— BCCI (@BCCI) January 18, 2023
-
আজ ভারত নিউজিল্যান্ড প্রথম ওডিআই, পড়ুন প্রিভিউ
বছরের শুরু থেকেই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। কোচ রাহুল দ্রাবিড়ও দলকে পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
পড়ুন বিস্তারিত- India vs New Zealand: ফিরছেন ঈশান, ঘরের ছেলে সিরাজের অপেক্ষায় নিজামের শহর
Published On - Jan 18,2023 12:30 PM