Virat Kohli Record: বিদেশে পাঁচ বছর পর! ‘এক’ শতরানে সচিনকে ছাপিয়ে গেলেন বিরাট
IND vs WI, 100Th Test: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একডজন সেঞ্চুরি হল বিরাটের। তাঁর সামনে এই সংখ্যায় শুধুই কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩টি সেঞ্চুরি করেছেন।
কয়েক সপ্তাহ আগেও টেস্ট সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে আমেদাবাদ বিরাট শতরানের ইনিংস খেলেছিলেন কোহলি। কিন্তু বিদেশের মাটিতে! দীর্ঘ পাঁচ বছর পর। সেই ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে পার্থে শতরানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট। এরপর ঘরের মাঠে সেঞ্চুরি এলেও বিদেশে খরা চলছিল। এ বার দূরত্ব মিটল। সঙ্গে রেকর্ডও। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট খেলছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ৫০০তম ম্যাচ। এমন ঐতিহাসিক একটা ম্যাচে শতরানের স্মরণীয় ইনিংস। টেস্ট কেরিয়ারে ২৯তম সেঞ্চুরিতে ছুঁয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। একই সঙ্গে এই ম্যাচ আরও স্মরণীয় হয়ে থাকল বিরাটের জন্য। ‘এক’ শতরানে ছাপিয়ে গেলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। প্রত্যাশা বাড়ালেন আরও অনেক বেশি।
টেস্ট কেরিয়ারে ২৯তম শতরানটি আন্তর্জাতিক কেরিয়ারে বিরাটের ৭৬তম। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। শীর্ষে সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি একশো রয়েছে সচিনের। তবে ৫০০ ম্যাচের নিরিখে সচিনের চেয়ে এগিয়ে বিরাট। ৫০০ আন্তর্জাতিক ম্যাচে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ছিল ৭৫। সেখানে ৫০০তম ম্যাচে বিরাট কোহলির ৭৬টির শতরান। এখনও একটা ইনিংস বাকি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একডজন সেঞ্চুরি হল বিরাটের। তাঁর সামনে এই সংখ্যায় শুধুই কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি ১৩টি সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কেরিয়ারের প্রথম ৫০০ আন্তর্জাতিক ম্যাচে শতরানের সংখ্যায় শীর্ষে বিরাট। দ্বিতীয় স্থানে সচিন। তালিকায় রয়েছেন জ্যাক কালিস, রিকি পন্টিংরাও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৫০০ আন্তর্জাতিক ম্যাচে করেছিলেন ৬৮টি সেঞ্চুরি। জ্যাক কালিসের রয়েছে ৬০টি সেঞ্চুরি। যদিও মোট শতরানে শীর্ষে থাকা সচিনকে ছুঁতে বিরাটের চাই আরও ২৪টি শতরান!