Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND W vs ENG W: মাত্র ৮০ রান নিয়েও মরিয়া লড়াই, হরমনপ্রীতদের সিরিজ হার

India vs England 2nd T20I Report: শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিলেন। বল হাতে জ্বলে উঠলেন দীপ্তি শর্মা। একাদশ তম ওভারে স্পেলের দ্বিতীয় ওভার বোলিংয়ে আসেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর উইকেট। হ্যাটট্রিক বলে তাঁর সামনে সোফি এক্লেস্টন। সুইপে ফাইন লেগে বল পাঠান সোফি। দীপ্তির হ্য়াটট্রিক হয়নি। তবে ভারতীয় শিবিরে আপশোষ বাড়ছিল। বোর্ডে যদি আর কিছুটা রান থাকত!

IND W vs ENG W: মাত্র ৮০ রান নিয়েও মরিয়া লড়াই, হরমনপ্রীতদের সিরিজ হার
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 9:46 PM

মুম্বই: টানা দু-ম্যাচে হার। ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ জিইয়ে রাখতে পারল না ভারতীয় মহিলা ক্রিকেট দল। নতুন শুরুটা হল হতাশায়। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রতিটি সিরিজই বিশ্বকাপের প্রস্তুতি। সদ্য ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অমোল মুজুমদার। প্রথম সিরিজেই হার। প্রথম ম্য়াচে ফিল্ডিং ও বোলিং ডুবিয়েছিল ভারতকে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ভারতের হারের একমাত্র কারণ। বোর্ডে মাত্র ৮০ রানের পুঁজি নিয়েও বোলারদের মরিয়া লড়াই। ইংল্য়ান্ডের ৬ উইকেট ফেলে দেয় ভারত। শেষ অবধি প্রায় ৯ ওভার বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ এবং সিরিজও জয়। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আগামী কাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সামনে বিশাল লক্ষ্য ছিল। এ দিন টস জিতে ভারতকে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্য়ান্ড অধিনায়ক হেদার নাইট। দু-দলই একাদশে একটি পরিবর্তন করেন। ভারতের একাদশে কনিকা আহুজার পরিবর্তে পেসার তিতাস সাধু। ইংল্য়ান্ডের একাদশে পেসার মাহিকা গৌরের পরিবর্তে স্পিনার চার্লি ডিন। সুযোগ কাজে লাগান চার্লি। ভারতের ইনিংসে সর্বাধিক ৩০ রান জেমাইমা রডরিগজের। ইংল্যান্ডের স্পিনের সামনেই মূলত বিপর্যয়। মাত্র ৮০ রানেই অলআউট ভারত।

রান তাড়ায় ইংল্য়ান্ডের শুরুটা ভালো হলেও পরপর উইকেট হারিয়ে সাময়িক চাপে ইংল্য়ান্ড। রেনুকা সিং প্রথম ওভারে চারটি ওয়াইড বল করেন। উল্টোদিকে নতুন বলে তাঁর সঙ্গী তিতাস সাধু। প্রথম ওভারে ওয়াইড-নো না দিলেও দুটি বাউন্ডারি আসে। দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু দেন রেনুকা। কিপার রিচা ঘোষ ওপরে থাকায় স্টেপ আউট করতে পারছিলেন না সোফিয়া ডাঙ্কলি। উইকেট থেকে সরে মারতে গিয়ে বোল্ড হন। একই ওভারে গত ম্যাচের হাফসেঞ্চুরিয়ন ড্যানি ওয়্যাটকে বোল্ড করেন রেনুকা। তাঁর ইনসুইং ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে উইকেটে।

শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিলেন। বল হাতে জ্বলে উঠলেন দীপ্তি শর্মা। একাদশ তম ওভারে স্পেলের দ্বিতীয় ওভার বোলিংয়ে আসেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর উইকেট। হ্যাটট্রিক বলে তাঁর সামনে সোফি এক্লেস্টন। ৭৩ রানে আধডজন উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্য়ান্ড। সুইপে ফাইন লেগে বল পাঠান সোফি। দীপ্তির হ্য়াটট্রিক হয়নি। তবে ভারতীয় শিবিরে আপশোষ বাড়ছিল। বোর্ডে যদি আর কিছুটা রান থাকত!