Kashmir Women Cricket League: ভূস্বর্গে উইমেন্স ক্রিকেট লিগের আসর, নেপথ্যে ভারতীয় আর্মি
ভারতীয় সেনা (Indian Army) এক বিরাট উদ্যোগ নিয়েছে জম্মু ও কাশ্মীরের মহিলা ক্রিকেটারদের জন্য। জম্মু ও কাশ্মীরের ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় সেনা সেখানকার তরুণ মহিলা ক্রিকেটারদের জন্য আটদিন ব্যাপী এক টি-২০ টুর্নামেন্টের আয়োজন করেছে।
শ্রীনগর: ‘কাশ্মীর কি কলি’ দাপাবে বিশ্ব মঞ্চ… আজ-কাল না হোক, একদিন না একদিন নিশ্চিত ভাবেই তা হবে। এ কথা গর্ব করে বলছেন জম্মু ও কাশ্মীরের মহিলা ক্রিকেটাররা। ভারতীয় সেনা (Indian Army) এক বিরাট উদ্যোগ নিয়েছে জম্মু ও কাশ্মীরের মহিলা ক্রিকেটারদের জন্য। জম্মু ও কাশ্মীরের ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় সেনা সেখানকার তরুণ মহিলা ক্রিকেটারদের জন্য আটদিন ব্যাপী এক টি-২০ টুর্নামেন্টের আয়োজন করেছে। কাশ্মীর উইমেন্স ক্রিকেট লিগ (Kashmir Women Cricket League)। সেই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১২টি টিম। জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক আইপিএলে নজর কেড়ে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর মতোই কাশ্মীরের মহিলা ক্রিকেটারও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। তারই পথে প্রেরণা জোগাবে মহিলাদের জন্য আয়োজিত এমন এক ক্রিকেট টুর্নামেন্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জম্মু-কাশ্মীরের মতো জায়গায় মহিলা ক্রিকেটারদের জন্য এই যে ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে তাতে উচ্ছ্বসিত সেখানকার মহিলা ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বেশিরভাগ মেয়েরা কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম ও পাহাড়ি অঞ্চলে বসবাস করেন। জানা গিয়েছে, কাশ্মীর উইমেন্স ক্রিকেট লিগের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন মহিলা অধিনায়ক মিতালি রাজ।
এই টুর্নামেন্টটি আর্মির সদ্ভাবনা প্রজেক্টের অন্তর্গত। ভারতীয় আর্মির কর্নের ডোব্রিয়াল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে কাশ্মীর উইমেন্ট ক্রিকেট লিগ হচ্ছে। যে ১২ টি দল এতে অংশ নিয়েছে তার মধ্যে ৩টি দল শ্রীনগরের আর বাকিগুলো কাশ্মীরের অন্যান্য জেলার। কর্নেল ডোব্রিয়ালের মতে, এই রকম একটা টুর্নামেন্ট জম্মু-কাশ্মীরের তরুণ মেয়েদের জন্য একটা বড় সুযোগ নিজেদের প্রমাণিত করার।
ইউনিভার্সিটি অব কাশ্মীর টিমের কোচ সাকিনা আখতার যেমন বলেছেন, ‘এই ধরণের ইভেন্ট আরও বেশি করে হওয়া উচিত। আমি এই প্রথম এমন টুর্নামেন্ট দেখছি। প্রচুর সাড়া ফেলেছে এই টুর্নামেন্ট। প্রতিযোগীরা জার্সি পাচ্ছে, ভালো মাঠে অনুশীলন করার সুযোগ-সুবিধা পাচ্ছে। এই উদ্যোগ এখানকার অনেক মেয়েদের ক্রিকেট খেলতে উৎসাহী করবে।’
এই টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররা জানিয়েছেন, তাঁরা এর আগে এমন কোনও টুর্নামেন্টে খেলেননি। মহিলা ক্রিকেটারদের কথা ভেবে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে তাঁরা ভীষণ খুশি। জম্মু-কাশ্মীরের মহিলা ক্রিকেটাররা মনে করেন, এই রকম টুর্নামেন্টের জন্য তাঁরা বাড়ির বাইরে আসছেন। নিজেদের প্রতিভা তুলে ধরছেন। এমন টুর্নামেন্টে অংশ নিয়ে উৎসাহিত হতে পারলে অনেক মহিলা ক্রিকেটার ক্রিকেটকে কেরিয়ার হিসেবে দেখতে শুরু করবেন।