Suryakumar Yadav, IND vs SA Final: চাপ না থাকলে মজা কোথায়… ফাইনালে নামার আগে কেন বললেন স্কাই!

ICC MEN’S T20 WC 2024: প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়াদের কী ভাবে দেখছে ভারত। সূর্য বলে দিলেন, 'প্রোটিয়াদের বিরুদ্ধে আমার ভালো রেকর্ড বিশ্বাস দিচ্ছে। কিন্তু ম্যাচ শুরু করতে হবে শূন্য থেকেই। ওরা কিন্তু ভালো টিম।'

Suryakumar Yadav, IND vs SA Final: চাপ না থাকলে মজা কোথায়... ফাইনালে নামার আগে কেন বললেন স্কাই!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 7:56 PM

কলকাতা: তাঁর উপর নির্ভর করছে অনেক কিছু। চার নম্বরে নেমে ঝড় তুলতে পারলে যে কোনও লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সামনে রাখতে পারবে ভারত। সেই লক্ষ্যের পিছনে যে ছুটবে টিম, তাতে সন্দেহ কী। আর সেই কাজটা সহজে করে দেখাতে চাইছেন সূর্যকুমার যাদব। এই বিশ্বকাপেও দারুণ ছন্দে মুম্বইয়ের ছেলে। আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা হারিয়েছেন সম্প্রতি। বিশ্বকাপের ফাইনাল থেকেই আবার নিজের জায়গা ফিরে পেতে চাইছেন। আর তার জন্য দরকার একটা বিস্ফোরক ইনিংস। সূর্য তার জন্য তৈরি।

ভারত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ২০০র বেশি রান চাপিয়ে বার্বাডোজে ফাইনালটা পকেটে পুরতে চাইছেন রোহিত শর্মা। আপাতত ব্যাটারদের উপর নির্ভর করছে সব কিছু। ভয়ডরহীন স্কাই-ই আকাশ ছুতে চাইছেন। ফাইনালে নেমে পড়ার আগে কী বললেন তিনি? সূর্যের সাফ বক্তব্য, “ফাইনালটা সহজ হবে না। আর একটা ম্যাচ। তবে ফাইনালের গুরুত্ব সব সময় অন্য রকম। চাপ থাকবে প্রবল। তবে এটাও ঠিক, চাপ না থাকলে মজা নেই।’

টিমের জন্য বড় রান তুলতে চাইছেন স্কাই। সূর্যের সোজা কথা, ‘আমি যে ভূমিকায় নামি, উপভোগ করি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। খুব ভালো করে জানি, আমার শক্তি কোথায়। সবচেয়ে বড় কথা হল, নিজের উপর বিশ্বাস রাখি।’ প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়াদের কী ভাবে দেখছে ভারত। সূর্য বলে দিলেন, ‘প্রোটিয়াদের বিরুদ্ধে আমার ভালো রেকর্ড বিশ্বাস দিচ্ছে। কিন্তু ম্যাচ শুরু করতে হবে শূন্য থেকেই। ওরা কিন্তু ভালো টিম।’