IND vs SA Playing XI: টস জিততেই বিরাট চিৎকার, পাটা পিচে রানের বন্যার অপেক্ষা
ICC Men's T20 WC 2024 India vs South Africa Toss Report XI in Bengali: দু-দলের কাছেই চ্যালেঞ্জ স্নায়ুর চাপ ধরে রাখা। অভিজ্ঞতা, দক্ষতায় কাউকে এগিয়ে পিছিয়ে রাখা যাবে না। ভারতের কাছে উইক লিঙ্ক ব্যাটিংয়ে শিবম দুবে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও অবধি ঝলমলে আকাশ। ভারতীয় শিবিরও এমন ঝলমলে পারফরম্যান্সেরই অপেক্ষায়।
টেলস ইজ দ্য কল….। রোহিত শর্মা টস জিতলেন। স্বস্তির খবর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। ভারত প্রথমে ব্যাট করেই বেশির ভাগ ম্যাচ জিতে এসেছে। সে কারণেই বাড়তি স্বস্তি। দুই যোগ্য দলের লড়াই। প্রতিপক্ষকে সমীহ করে জবাব রোহিত শর্মার। ভারতের একাদশে কোনও চমক নেই। রোহিত শর্মা পরিষ্কার জানিয়ে দিলেন, অপরিবর্তিত একাদশ নামাচ্ছি। সেন্ট্রাল পিচে খেলা। পিছনের বাউন্ডারি ৬০ মিটারেরও কম। পাটা পিচ। কোনও ঘাসের চিহ্ন নেই। অন্যান্য পিচের মতো অসমান বাউন্স থাকবে না, এমনটাই রিপোর্ট। ব্যাটারদের স্বর্গ বলা যেতে পারে। পার্থক্য গড়ে দিতে পারেন দু-দলের বোলিং আক্রমণ।
রোহিত শর্মা বিধ্বংসী ফর্মে রয়েছেন। একই ফর্ম যদি বিরাটের ব্যাটে দেখা যায়, তা হলে সোনায় সোহাগা। টুর্নামেন্টে রান পাননি। গ্রুপ পর্বে কঠিন পিচে খেলতে হয়েছিল। এ খানে দুর্দান্ত পিচ। বিশ্বকাপ ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ। প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ বিরাট কোহলির দীর্ঘ কেরিয়ারে। তেমনই রোহিত শর্মার কাছে দ্বিতীয় বার টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ জয়ের সুযোগ। ২০০৭ থেকে এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ। ক্যাপ্টেন হিসেবে ট্রফি জেতারও সুযোগ।
দু-দলের কাছেই চ্যালেঞ্জ স্নায়ুর চাপ ধরে রাখা। অভিজ্ঞতা, দক্ষতায় কাউকে এগিয়ে পিছিয়ে রাখা যাবে না। ভারতের কাছে উইক লিঙ্ক ব্যাটিংয়ে শিবম দুবে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও অবধি ঝলমলে আকাশ। ভারতীয় শিবিরও এমন ঝলমলে পারফরম্যান্সেরই অপেক্ষায়।
ভারতের একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি’কক, রিজা হেনড্রিক্স, এইডেন মার্কর্যাম, ত্রিস্তান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, অনরিখ নর্ৎজে, তাবরাইজ শামসি