India vs South Africa: নিলামের মাঝেই দ্বিতীয় ওডিআই, সিরিজ জয়ে চিন্তার বিষয়!

IND vs SA 2nd ODI Preview: বেরহার সেইন্ট জর্জেস পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চিন্তাটা ভারতের কম। কারণ, ভারতীয় দলের কার্যত সব প্লেয়ারকেই রিটেন করেছে তাদের ফ্র্যাঞ্চাইজি দল। তবু নিলাম থেকে মুখ ফেরানো কঠিন। ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে নিলাম পর্ব। আর ভারতীয় সময় বিকেল ৪.৩০টায় দ্বিতীয় ওডিআই শুরু। মাঝের এই সময়ে প্লেয়াররা অনেক আপডেট পেয়ে যাবেন।

India vs South Africa: নিলামের মাঝেই দ্বিতীয় ওডিআই, সিরিজ জয়ে চিন্তার বিষয়!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 19, 2023 | 9:30 AM

বেরহা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে যুগ্মবিজয়ী ভারত। ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। আজ বেরহায় দ্বিতীয় ওডিআই। জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতের। এ বছর ওয়ান ডে-তে ভারত কতগুলি ম্যাচ হেরেছে! এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ফুল টিম নামায়নি ভারত। ওই ম্যাচে হেরেছিল। হিসেব করলে দেখা যাবে, এ বছর ১০ শতাংশ ওডিআই হেরেছে ভারত। কিন্তু ৯০ শতাংশের সাফল্য মাটি হয়ে গিয়েছে একটা হারে। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সেই হারের ক্ষত এখনও অক্ষত। আপাতত সব হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারতীয় দল। সিরিজ নিশ্চিত করার ম্যাচে ফোকাস থাকবে তো! ভারত-দক্ষিণ আফ্রিকা দু-দলের কাছেই যেন বড় প্রশ্ন। এর কারণ, আজ আইপিএলের নিলাম। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেরহার সেইন্ট জর্জেস পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চিন্তাটা ভারতের কম। কারণ, ভারতীয় দলের কার্যত সব প্লেয়ারকেই রিটেন করেছে তাদের ফ্র্যাঞ্চাইজি দল। তবু নিলাম থেকে মুখ ফেরানো কঠিন। ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে নিলাম পর্ব। আর ভারতীয় সময় বিকেল ৪.৩০টায় দ্বিতীয় ওডিআই শুরু। মাঝের এই সময়ে প্লেয়াররা অনেক আপডেট পেয়ে যাবেন।

সবচেয়ে বেশি চাপে প্রোটিয়া ক্রিকেটাররা। নিলামে যা হতে চলেছে, একদিকে যেমন ইতিবাচক হতে পারে তেমনই নেতিবাচকও। প্রোটিয়া দলের একাধিক ক্রিকেটারের নাম নিলামের তালিকায় রয়েছে। দল পেলে নিঃসন্দেহে ভালো পারফর্ম করার তাগিদ বাড়বে। উল্টোটা হলে! হতাশা নিয়েই মাঠে নামতে হবে। ভারতীয় দলে কি একেবারেই চিন্তা নেই? তা অবশ্য় বলা যায় না। প্রথম ওয়ান ডে-তে এক পেশে জিতেছে ভারত। মাত্র ১১৭ রান তাড়া করতে নেমে ২০০ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়। দুই পেসার অর্শদীপ সিং ও আবেশ খান অনবদ্য বোলিং করেছেন। ৯ উইকেট এই পেসজুটির ঝুলিতেই। ব্যাটিংয়ে নজর কেড়েছেন অভিষেককারী সাই সুদর্শন ও অভিজ্ঞ ব্যাটার শ্রেয়স আইয়ার।

প্রথম ওডিআইতে রিঙ্কু সিংয়ের অভিষেকের সম্ভাবনা ছিল। যদিও অভিজ্ঞ সঞ্জুকেই খেলানো হয়। টার্গেট কম হওয়ায় সঞ্জু ব্যাটিংয়ের সুযোগই পাননি। দ্বিতীয় ওডিআইতে অপরিবর্তিত একাদশ নামানোরই পরিকল্পনা। তেমনই লক্ষ্য থাকবে স্কোয়াডের বাকিদেরও সুযোগ দেওয়া। এর মধ্যে রিঙ্কুর সঙ্গে রয়েছেন রজত পাতিদারও। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা যদিও ক্ষীণ।