SENA-কান্ট্রিতে ভারতের ‘সুরক্ষিত’ ফিল্ডার কে? তথ্য চমকে দেওয়ার মতোই…
Indian Cricket Team Fielding Stat: এখনও অবধি ৩৭টি ক্যাচ নিয়েছেন বিরাট। আর ফসকেছেন ১৫টি ক্যাচ। দক্ষতার দিক থেকে ৭১.২০ শতাংশ। ক্যাচ নেওয়া এবং ফসকানোর ক্ষেত্রে এরপরই রয়েছে অজিঙ্ক রাহানের নাম। দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন অজিঙ্ক। এখনও অবধি SENA-কান্ট্রিতে ৩০টি ক্যাচ নিয়েছেন রাহানে, মিস ১৩টি ক্যাচ।

কলকাতা: বক্সিং ডে টেস্টে ইনিংস ও ৩২ রানে হেরেছে ভারত। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার কাছে এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় দল। ব্যাটিং বিপর্যয়ের পাশাপাশি বেশ কিছু ক্যাচ মিসও ভারতীয় দলকে ভুগিয়েছে। স্লিপ ক্যাচিং বরাবর ভারতের বড় সমস্যা। তেমনই গ্রাউন্ড ক্যাচিংও। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতির সঙ্গেও যেন মানিয়ে নিতে বড় সমস্যা হয় ফিল্ডারদের। তথ্য বলছে, এই চার দেশে ভারতের ফিল্ডিং অনেক ক্ষেত্রেই সমস্যায় ফেলেছে দলকে। বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুরক্ষিত ফিল্ডার কে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফিল্ডিংয়ের দিক থেকে বিরাট কোহলির জুরি মেলা ভার। কিন্তু SENA-কান্ট্রিতে তাঁর ক্যাচ মিসের তথ্য অস্বস্তিতে ফেলার মতোই। পরিসংখ্যান বলছে, এই চার দেশে ভারতীয় ফিল্ডারদের (কিপার ছাড়া) মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ফসকেছেন বিরাট কোহলি! এখনও অবধি ৩৭টি ক্যাচ নিয়েছেন বিরাট। আর ফসকেছেন ১৫টি ক্যাচ। দক্ষতার দিক থেকে ৭১.২০ শতাংশ। ক্যাচ নেওয়া এবং ফসকানোর ক্ষেত্রে এরপরই রয়েছে অজিঙ্ক রাহানের নাম। দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন অজিঙ্ক। এখনও অবধি SENA-কান্ট্রিতে ৩০টি ক্যাচ নিয়েছেন রাহানে, মিস ১৩টি ক্যাচ।
চোটের জন্য সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারেননি রবীন্দ্র জাডেজা। কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রস্তুতি শুরু করে দিয়েছেন জাডেজা। সব কিছু ঠিক থাকলে, কেপটাউন টেস্টে খেলবেন। দক্ষতার দিক থেকে এই চার দেশে ভারতীয়দের মধ্যে সুরক্ষিত ফিল্ডার বলা যায় রবীন্দ্র জাডেজাকে। ক্যাচ নিয়েছেন ১৭টি। তাঁর হাত থেকে ক্যাচ ফসকেছে মাত্র ৩টি। দক্ষতার দিক থেকে ৮৫ শতাংশ সফল জাডেজা। বর্তমানদের মধ্যে এটিই সেরা পরিসংখ্যান। অধিনায়ক রোহিত শর্মা ১৮টি ক্যাচ নিয়েছেন, ফসকেছেন ৯টি ক্যাচ!





