KL Rahul : এখনও সুস্থ নন রাহুল, এশিয়া কাপে তাঁকে ছাড়াই খেলবে ভারত?
Asia Cup 2023 : ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এশিয়া কাপকে। তাই এ বারের এশিয়া কাপের গুরুত্ব আরও একটু বেশি। তবে এশিয়া কাপে ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিত থাকার সম্ভাবনা।
কলকাতা: এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হতে হাতে এখনও মাস দুয়েক সময়। আগামী ৩১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ২০২৩ এশিয়া কাপ। আশা ছিল, চোট সারিয়ে এই টুর্নামেন্ট দিয়ে কামব্যাক করবেন কেএল রাহুল (KL Rahul)। বিশ্বকাপের বছরে হাঁটুতে গুরুতর চোট পেয়ে শঙ্কায় ফেলে দিয়েছিলেন রাহুল। লন্ডনে তড়িঘড়ি অস্ত্রোপচারের পর এখন সুস্থ হওয়ার পথে তিনি। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নিয়মতি আপডেট দেন। এশিয়া কাপ শুরু হতে মাস দুয়েক সময় রয়েছে। তা সত্ত্বেও সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামার মতো জায়গায় নেই তিনি। তাই এশিয়া কাপে রাহুলকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। তাছাড়া বিশ্বকাপের আগে রাহুলকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ডও। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বারের এশিয়া কাপ ৫০ ওভারের। এই টুর্নামেন্ট থেকে ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারত। তবে এশিয়া কাপ যত ঘনিয়ে আসছে ততই মাথাব্যথা বাড়তে ভারতের নির্বাচন কমিটির। কারণ মেন ইন ব্লু টিমের একাধিক ক্রিকেটার চোট আঘাতে ভুগছেন। অস্ত্রোপচারের পর রিহ্যাব চলছে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাদের। বুম বুমকে আয়ারল্যান্ড সফরের আগে পাওয়া যাবে না বলেই অনুমান। শ্রেয়স আইয়ারকে নিয়ে কোনও আপডেট নেই। কর্নাটকের ব্যাটার লোকেশ রাহুল কবে নাগাদ সুস্থ হয়ে ফিরতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। তবে সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে তাঁকে পাওয়া যাবে না বলেই খবর।
রাহুলের পরিবর্তে এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই সিরিজের জন্য এই উইকেটকিপার-ব্যাটারের প্রত্যাবর্তন হচ্ছে। ঋষভ পন্থের অনুপস্থিতি ও এশিয়া কাপের আগে রাহুল সুস্থ হয়ে উঠতে না পারলে ঈশান কিষাণের পাশাপাশি সঞ্জু স্যামসনকেও এশিয়া কাপের স্কোয়াডে রাখতে পারে বিসিসিআই।