ডনের শহরে লজ্জা, টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর

কামিন্স আর হ্যাজেলউডের দখলেই ভারতের ৯ উইকেট।

ডনের শহরে লজ্জা, টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর
অজিদের আগুনে পেসে ধারাশায়ী টিম ইন্ডিয়া। ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 11:28 AM

TV9 বাংলা ডিজিটাল: 

অ্যাডিলেডে লজ্জা। টেস্টে সর্বনিম্ন স্কোর ভারতের। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। হাতে চোট পাওয়ায় আর ব্যাট করতে পারেননি সামি। ১৯৭৪ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান করেছিল টিম ইন্ডিয়া।এতদিন সেটাই ছিল সর্বনিম্ন স্কোর। শনিবার অবশ্য ডনের শহরে ভারতীয় ক্রিকেটকে লজ্জিত করলেন বিরাট-রাহানেরা।

অ্যাডিলেডে পিঙ্ক টেস্টের তৃতীয় ‘বিরাট’ বিপর্যয় ভারতের। কামিন্স-হ্যাজেলউডদের আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পন বিরাট-রাহানেদের। একটা সময় ১৯ রানে ৬ উইকেট পড়ে যায় টিম ইন্ডিয়ার। দীর্ঘ টেস্ট ক্রিকেটের ইতিহাসে আগে যা কখনও হয়নি। তৃতীয় দিন সকালে ১ উইকেটে ৯ রান নিয়ে খেলা শুরু করে কোহলি ব্রিগেড। দিনের দ্বিতীয় ওভারেই ফিরে যান বুমরা। তারপর শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। পূজারাকে ০ রানে ফেরান কামিন্স। একই ওভারে মায়াঙ্ক আগরওয়াল আর রাহানে ফিরিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন হ্যাজেলউড। ভারতের স্কোর তখন ৫ উইকেটে ১৫

আরও পড়ুন:অ্যাডিলেডে ভারতীয় ফিল্ডারদের ‘বাউন্ডারি’, কটাক্ষ গাভাসকারের

ভারতের শেষ ভরসা ছিলেন বিরাট কোহলি। কিন্তু কামিন্সের বলে গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারত অধিনায়ক। মাত্র ৪ রান করে প্যাভিলিয়ানে ফেরেন কিং কোহলি। দলের হাল ধরতে পারেননি ঋদ্ধিমান সাহা-হনুমা বিহারিরা। শূন্য রানে ফেরেন অশ্বিনও। তিনজনকে আউট করে অ্যাডিলেডে ৫ উইকেট তুলে নেন হ্যাজেলউড। মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নেন অসি পেসার।