Ruturaj Gaikwad’s Six: ঋতুরাজের ছক্কায় ‘ঘায়েল’ ব্র্যান্ড নিউ Tiago EV, ৫ লাখ টাকার ক্ষতিপূরণ!
CSK vs LSG, IPL 2023: লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের হাঁকানো ছক্কা তুবড়ে দিয়েছে ব্র্যান্ড নিউ টাটা টিয়াগো ইভি গাড়ির দরজার সামান্য অংশ। এর জন্য ৫ লাখ টাকার ক্ষতিপূরণ দিতে হবে!
চেন্নাই: দারুণ ছন্দে রয়েছেন সিএসকে-র ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। সোমবার ছিল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সিএসকে বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ (IPL 2023)। চার বছর পর ঘরের মাঠে সিএসকে-র প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকল মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোম্পানির রুদ্ধশ্বাস জয়ে। এদিন চেন্নাইকে দুশোর উপরে স্কোর গড়তে সাহায্য করেছে ঋতুরাজের ৩১ বলে ৫৭ রানের ইনিংস। আকাশচুম্বী ছয়, চারের সাহায্যে দলের হয়ে এদিন সর্বাধিক রান করেন ঋতু। এতে সিএসকে (CSK) ফ্যানরা গদগদ হলেও ঋতুরাজের লম্বা লম্বা শটের মূল্য চোকাতে হবে টাটা কোম্পানিকে। সোমবার, চিপক স্টেডিয়ামের বাউন্ডারির বাইরে দাঁড় করানো নতুন’টাটা টিয়াগো ইভি’ গাড়িতে গিয়ে পড়ে বিধ্বংসী সিএসকের ব্যাটারের হাঁকানো ছয়। বল পড়তেই দরজার হাতলের জায়গা তুবড়ে যায়! বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
এমএ চিদম্বরম স্টেডিয়ামের ওই ম্যাচে ৫৭ রানের ইনিংসে ৩টি চার ও ৪টি ছয় হাঁকান ঋতুরাজ। নতুন গাড়ি তুবড়ে দেওয়া ওই ছক্কা মারেন ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে। কৃষ্ণপ্পা গৌতমের শর্ট বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে ছয় মারেন ঋতু। ৮৮ মিটার দূরে গিয়ে পড়ে বল। সেখানেই দাঁড় করানো ছিল আইপিএলের অফিশিয়াল স্পনসর টাটা মোটর্সের ঝাঁ চকচকে গাড়ি। ঋতুর ছক্কায় গাড়ি তুবড়ে যাওয়ায় এ বার পাঁচ লাখ টাকা ডোনেট করতে হবে কোম্পানিকে। ওই অর্থ চ্যারিটির কাজে লাগবে। কর্নাটকের কফি বাগানের জন্য এই টাকা দেবে টাটা। আইপিএলের চলতি মরসুমে প্রথম বার এমন ঘটনা ঘটল।
Ruturaj Gaikwad hit three sixes in the fifth over of the Chennai Super Kings over against Lucknow Super Giants today (April 3), including one that landed on the Tata Tiago EV presentation car, denting the vehicle, and prompting a hefty donation to charity in the process.#rutu pic.twitter.com/nrHlxzdAwu
— Joy (@ourunstablemind) April 4, 2023
কেন টাকা দিতে হবে গাড়ি কোম্পানিকে?
আসলে টাটা মোটর্স হল আইপিএলের অফিশিয়াল স্পনসর। ম্যাচে যদি কোনও ব্যাটারের হাঁকানো ছয় সীমানার বাইরে দাঁড় করানো টাটার গাড়িতে গিয়ে লাগে তাহলে টাটা গ্রুপকে ৫ লাখ টাকা ডোনেট করতে হয়। গত মরসুমেও এমনটা ঘটেছিল। সে বার টাটার ডোনেট করা টাকা দেওয়া হয়েছিল অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কের উন্নতির লক্ষ্যে।