KKR, IPL 2023: ঝালমুড়ি খেয়ে কেমন লাগল নাইট তারকা রিঙ্কু সিংয়ের?

Rinku Singh: ২০১৮ সাল থেকে নাইট শিবিরে রয়েছেন রিঙ্কু সিং। ২০২২ সালের আইপিএলে ৭টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু।

KKR, IPL 2023: ঝালমুড়ি খেয়ে কেমন লাগল নাইট তারকা রিঙ্কু সিংয়ের?
ঝালমুড়ি খেয়ে কেমন লাগল নাইট তারকা রিঙ্কু সিংয়ের?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 8:30 AM

কলকাতা: শিয়রে কড়া নাড়ছে আইপিএল (IPL)। প্রতিটি দলই নিজেদের মতো অনুশীলনে ব্যস্ত। তারই ফাঁকে চলছে সব ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটারদের মধ্যে খুনসুটিও। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলটি একাধিক ক্রিকেট প্রেমীদের পছন্দের। পাশাপাশি কলকাতাবাসীদের কাছে কেকেআর একটা আলাদা আবেগের। দিন চারেক আগেই কলকাতায় এসেছেন রিঙ্কু সিং, নীতিশ রানা, বরুণ চক্রবর্তীরা। কলকাতায় এখন চলছে নাইটদের প্রি-সিজন ক্যাম্প। সেই প্রি-সিজন ক্যাম্পে চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে অনুশীলন করার পর টিম হোটেলে ফিরে ঝালমুড়ি খেতে দেখা গেল রিঙ্কু সিংকে (Rinku Singh)। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে। যদিও তিনি যা খাচ্ছিলেন তার নাম যে ঝালমুড়ি সেটা রিঙ্কুর জানা ছিল না। উল্টে সেই স্ন্যাক্সকে রিঙ্কু জানতেন অন্য নামে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

খাদ্যরসিকরা যে কোনও খাবার যে কোনও সময়ই খেতে পারেন। অনেকেরই মন আবার বিকেল হলেই চলে যায় কিছু মুখোরোচক টক-ঝাল-মিষ্টি খাবারের দিকে। বাঙালি মানেই ঝালমুড়ি-ভেলপুরি-পাপড়ি চাটের মতো খাবার থাকে পছন্দের তালিকায়। শুধু বাঙালি বললে ভুল বলা হবে, এই সকল খাবার অনেকেই পছন্দ করেন। এ ছাড়াও ভারতের স্ট্রিট ফুডের স্বাদই আলাদা হয়। পাপড়ি চাট থেকে শুরু করে ঝালমুড়ি, ভেলপুরি, ফুচকার মতো লোভনীয় স্ন্যাক্স অনেকের পছন্দের। কেকেআরের প্রি-সিজন ক্যাম্প থেকে অনুশীলন করে টিম হোটেলে ফিরে রিঙ্কুর মন চলে যায় ঝালমুড়িতে। তাঁর সঙ্গে বাঁ হাতি স্পিনার, ব্যাটিংয়ের পারদর্শী অনুকূল রায়ও ঝালমুড়ি চেখে দেখেছেন।

Jhal Muri and Bhel Puri

বাঁ দিকে ঝালমুড়ি, ডানদিকে ভেলপুরি

কেকেআরের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে একদিকে রিঙ্কু সিংকে শেফ ঝালমুড়ি দিচ্ছেন, সেই সময় অনুকূল রায় তাঁকে জিজ্ঞাসা করেন, ‘তুমি এটা আগে কখনও খেয়েছো?’ উত্তরে রিঙ্কু বলেন, ‘হ্যাঁ আগে অনেক খেয়েছি এটা।’ এরপর অনুকূল বলেন, ‘এটাকে এখানে কী বলে জানো?’ রিঙ্কু এরপর জানতে চান সেটিকে কী বলে? উত্তরে অনুকূল বলেন, ঝালমুড়ি। রিঙ্কু এরপর জানান, তিনি এটাকে ভেলপুরি বলেই জানেন। রিঙ্কু ও অনুকূলকে ট্যাগ করে কেকেআর ক্যাপশনে লেখেন, ‘ঝালমুড়ি না ভেলপুরি, তোমার ইচ্ছেমতো বেছে নাও।’

উল্লেখ্য, আইপিএলের গত মরসুমে মাত্র ৭টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। আসন্ন মরসুমে রিঙ্কু শুরু থেকেই কেকেআর টিম ম্যানেজমেন্টের নজরে রয়েছেন। নেটে অনুশীলনে তিনি দুরন্ত ছন্দেও রয়েছেন।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড – শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অনকূল রায়, হর্ষিত রানা, লকি ফার্গুসন, নীতীশ রানা, রহমানুল্লা গুরবাজ, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সাকিব আল হাসান, ডেভিড উইজে, বৈভব অরোরা, মনদীপ সিং, লিটন দাস, কুলবন্ত কেজরোলিয়া ও সূয়াশ শর্মা।

নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?