KKR vs RCB : কেকেআরের টস হার, প্রথমে ব্যাটিং; কতটা রান সুরক্ষিত?
Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore : এই ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল। প্রত্যাশিত ভাবেই একাদশে তাঁর পরিবর্তে ইংল্য়ান্ডেরই বাঁ হাতি পেসার ডেভিড উইলি।
দীপঙ্কর ঘোষাল : ঘরের মাঠে চার বছর পর প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। শুরুটা অবশ্য় একেবারেই ভালো হল না। ম্যাচের ফল বেরোতে অনেক দেরি। টস হারে শুরুতেই কিছুটা ধাক্কা। গত ম্যাচের মতো টস জিতলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। প্রত্য়াশিত ভাবে রান তাড়ারই সিদ্ধান্ত নিলেন তিনি। ঘরের মাঠে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান তাড়া করেই জিতেছিল আরসিবি। ফলে কেকেআরের বিরুদ্ধে টস জিতে নতুন করে ভাবতে হয়নি। প্রথম ম্যাচে জয়ের পাশাপাশি আরসিবি শিবিরে অস্বস্তি ছিল বাঁ হাতি পেসার রিস টপলির চোট। ডাইভ দিয়েছিলেন টপলি। কাঁধে চোট লাগে। এই ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল। প্রত্যাশিত ভাবেই একাদশে তাঁর পরিবর্তে ইংল্য়ান্ডেরই বাঁ হাতি পেসার ডেভিড উইলি। বিস্তারিত TV9Bangla-য়।
কলকাতা নাইট রাইডার্স শিবিরে প্রত্যাশা হয়েছিল একাদশে বদলের। বিদেশি ক্রিকেটারদের অবশ্য কোনও বদল হল না। ওয়ার্ম আপে দীর্ঘ সময় বোলিংয়ে দেখা গিয়েছে ডেভিড উইজে এবং লকি ফার্গুসনকে। লকি কতটা ফিট, বলা কঠিন। গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এই ম্যাচে ডেভিড উইজের খেলার প্রবল সম্ভাবনা ছিল। যদিও প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে। একাদশে চার জন বিদেশি থাকায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও নামানো যাবে না উইজেকে। এক মাত্র কোনও প্লেয়ারের কনকাশন হলে সেক্ষেত্রেই বিদেশি প্লেয়ার নামতে পারেন।
কেকেআর একাদশে অনুকূল রায়ের পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছিল তাঁকে। এই ম্যাচে সরাসরি একাদশে। মাইলফলকের ম্যাচ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের। ১৫০ তম আইপিএল ম্য়াচ নারিনের। তেমনই শততম আইপিএল ম্য়াচ আন্দ্রে রাসেলের। মাইল ফলকের ম্য়াচে ইডেন বেল বাজালেন সুনীল নারিন। তেমনই ওপেনিং জুটিতেও পরিবর্তন কেকেআরের। গত ম্যাচে রহমানুল্লা গুরবাজের সঙ্গে নেমেছিলেন মনদীপ সিং। এই ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ার।