RR vs DC Highlights, IPL 2023: ৫৭ রানে জয়ী রাজস্থান, হারের হ্যাটট্রিক দিল্লি ক্যাপিটালসের
Rajasthan Royals vs Delhi Capitals Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ গুয়াহাটির বর্যাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।
গুয়াহাটি : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৭ রানের বড় ব্যবধানে হার দিল্লি ক্যাপিটালসের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে রাজস্থান। যশস্বী জসওয়াল (৬০), জস বাটলারদের (৭৯) অর্ধশতরান ও শিমরন হেটমায়ারের ক্যামিও ইনিংসে বড় স্কোর গড়ে রাজস্থান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে আটকে যায় দিল্লি ক্যাপিটালস। ৬৫ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তিনটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহাল। এই নিয়ে টুর্নামেন্টে তৃতীয় হার দিল্লি ক্যাপিটালসের।
LIVE Cricket Score & Updates
-
৫৭ রানে জয়ী রাজস্থান
৫৭ রানে জিতল রাজস্থান রয়্যালস। ১৯৯ রানের জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে আটকে যায় দিল্লি ক্যাপিটালস। হারের হ্যাটট্রিক দিল্লি ক্যাপিটালসের।
-
অ্যানরিখ নর্জে আউট
সন্দীপ শর্মার বলে আউট অ্যানরিখ নর্জে। নবম উইকেট হারাল দিল্লি।
-
-
ওয়ার্নার আউট
৫৫ বলে ৬৫ রান করে ফিরলেন ডেভিড ওয়ার্নার। চাহালের ঝুলিতে তিন উইকেট।
-
আউট অভিষেক
৯ বলে ৭ রান করে ফিরলেন অভিষেক পোড়েল। চাহালের দ্বিতীয় উইকেট।
-
ষষ্ঠ উইকেট হারাল দিল্লি
রোভম্যান পাওয়েলকে ফেরালেন রবি অশ্বিন। ষষ্ঠ উইকেট হারাল দিল্লি।
-
-
ওয়ার্নারের হাফ সেঞ্চুরি
আইপিএল কেরিয়ারে ৫৭ নম্বর হাফ সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের। ১১৩ স্ট্রাইক রেটে ৪৪ বলে অর্ধশতরান তাঁর।
-
আউট অক্ষর প্যাটেল
দিল্লির পাঁচ নম্বর ব্যাটার সাজঘরে। যুজবেন্দ্র চাহালের বলে স্টাম্প আউট হলেন অক্ষর। ১৪.৫ ওভারে ১১১ রান দিল্লির।
-
আউট ললিত যাদব
১৩ ওভারের শেষ বলে বোল্টের ঝটকা। ২২ বলে ৩৬ রান করে ফিরলেন ললিত যাদব। দিল্লির স্কোর ১০০/৪। বোল্টের ঝুলিতে তিনটি উইকেট।
-
১০ ওভারে ৬৮ রান
১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান দিল্লি ক্যাপিটালসের। ক্রিজে ডেভিড ওয়ার্নার এবং ললিত যাদব।
-
রেকর্ড অ্যালার্ট
আইপিএলের ডেভিড ওয়ার্নারের ৬০০০ রান পূরণ।
-
ইমপ্যাক্ট প্লেয়ার
জস বাটলারের জায়গায় মাঠে নামলেন মুরুগান অশ্বিন।
-
দিল্লির তৃতীয় ধাক্কা
দিল্লি ক্যাপিটালসের তৃতীয় উইকেটের পতন। রবিচন্দ্রন অশ্বিনের বলে যশস্বীর ক্যাচ, ফিরলেন রাইলি রোসো। ৫.৪ ওভারে ৩ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস
-
দ্বিতীয় উইকেট
প্রথম ওভারে দ্বিতীয় ধাক্কা বোল্টের। এলবিডব্লিউ হয়ে ফিরলেন মণীশ পাণ্ডে। ০ রানে ২টি উইকেট খোয়াল দিল্লি।
-
বড় ধাক্কা খেল দিল্লি
প্রথম ওভারেই পৃথ্বীকে ফেরালেন ট্রেন্ট বোল্ট। দিল্লির একাদশে ছিলেন না। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় ছিলেন পৃথ্বী। ওপেনিং করতে নেমেই বোল্টের ধাক্কায় ফিরলেন।
-
রাজস্থানের স্কোরবোর্ডে ১৯৯ রান
রাজস্থান রয়্যালসের স্কোরবোর্ডে উঠল ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান। জয়ের জন্য দিল্লির প্রয়োজন ২০০ রান। বড় রান তাড়া করার চ্যালেঞ্জ দিল্লির সামনে।
-
হেটমায়ার ঝড়
শেষদিকে বর্ষপাড়া স্টেডিয়ামে শিমরন হেটমায়ার ঝড়। দিল্লির অস্বস্তি বাড়িয়ে চার-ছক্কায় ব্যাটে ঝড় তোলেন তিনি। ২০ বলে অপরাজিত ৩৯ রান।
-
বাটলারকে ফেরালেন মুকেশ
জস বাটলারকে আউট করলেন মুকেশ কুমার। ৫১ বলে ৮৯ রান বাটলারের।
-
১৫ ওভারে ১৩০ রান
১৫ ওভারে রাজস্থান রয়্যালসের খাতায় ৩ উইকেট হারিয়ে ১৩০ রান। পরপর যশস্বী ও সঞ্জুকে ফিরিয়ে ম্যাচে ফিরেছে দিল্লি। রানের গতি থমকেছে। তবে ক্রিজে এখনও জস বাটলার রয়েছেন। তিনিই বড় মাথাব্যথা ডেভিড ওয়ার্নারদের।
-
রিয়ান পরাগ আউট
রিয়ান পরাগকে ফেরালেন রোভম্যান পাওয়েল। ১১ বলে ৭ রান। অসমের ক্রিকেটার রিয়ান ঘরের মাঠে দুটি ম্যাচেই ব্যর্থ।
-
বাটলারের অর্ধশতরান
৩২ বলে ৫০ রানে পৌঁছলেন জস বাটলার।
-
আউট সঞ্জু
সঞ্জু স্যামসনকে ফেরালেন কুলদীপ যাদব। অ্যানরিখ নর্জের ক্যাচ। ১০ ওভারে রাজস্থানের স্কোর ১০৩/২।
-
আউট যশস্বী
বাটলার-যশস্বী জুটি ভাঙলেন মুকেশ কুমার। মুকেশের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী। ৩১ বলে ৬০ রানের ইনিংস খেলে ফিরলেন। যশস্বীকে আউট করে আইপিএলে নিজের প্রথম উইকেট নিলেন বাংলার পেসার মুকেশ কুমার। একইসঙ্গে দিল্লিকে ব্রেক থ্রু দিলেন।
-
যশস্বীর অর্ধশতরান
২০০ স্ট্রাইক রেটে ২৫ বলে অর্ধশতরান যশস্বী জয়সওয়ালের।
-
৫ ওভারে ৬৩ রান
৫ ওভারে রাজস্থানের ঝুলিতে ৬৩ রান। যশস্বী-বাটলার জুটিতে ঝোড়ো গতিতে এগোচ্ছে রাজস্থান।
-
জোর বাঁচলেন বাটলার
বাটলারের ক্যাচ ফেললেন অ্যানরিখ নর্জে। রাজস্থানের মারকুটে ব্যাটার পেলেন জীবনদান।
-
৪ ওভারে ৫০ রান
৪ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর বিনা উইকেটে ৫০ রান। বাটলার ২০, যশস্বী ২৭ রানে ব্যাট করছেন।
-
শুরু বাটলার ঝড়
দ্বিতীয় ওভারে অ্যানরিখ নর্জকে তিনটি বাউন্ডারি হাঁকালেন জস বাটলার। মাত্র ১২ বলে মোট আটটি বাউন্ডারি!
-
বাউন্ডারির হ্যাটট্রিক যশস্বীর
ওভারের প্রথম তিন বলে বাউন্ডারি যশস্বী জয়সওয়ালের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রাজস্থানের তরুণ ওপেনার। খলিল আহমেদের ওভারের শেষ দুটি বলেও চার মারেন। মোট পাঁচটি বাউন্ডারি এল প্রথম ওভারে।
-
ম্যাচ শুরু
যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার নামলেন ওপেনিংয়ে। বল হাতে খলিল আহমেদ।
-
দিল্লি ক্যাপিটালস একাদশ
দিল্লির একাদশে একাধিক পরিবর্তন। মিচেল মার্শ, সরফরাজ খান এবং আমান খান বাদ পড়েছেন। একাদশে নেই পৃথ্বী শ। তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো নামানো হবে তাঁকে। দলে এলেন মণীশ পাণ্ডে, ললিত যাদব এবং রোভম্যান পাওয়েল।
দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, মণীশ পান্ডে, রাইলি রোসো, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অ্যানরিখ নর্জে, খলিল আহমেদ, কুলদীপ যাদব, মুকেশ কুমার
-
রাজস্থান রয়্যালস একাদশ
জস বাটলার ফিট নয় বলে জানা গিয়েছিল। তবে আজকের ম্যাচে একাদশে রয়েছেন বাটলার। রাজস্থান ফ্যানরা খুশি।
যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা এবং যুজবেন্দ্র চাহাল।
-
টস আপডেট
টস জিতল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত ডেভিড ওয়ার্নারের।
-
জস বাটলারের চোট
বিধ্বংসী ফর্মে থাকা ওপেনার জস বাটলারের অভাব ভোগাতে পারে রাজস্থানকে। গত ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন বাটলার। সপ্তাহখানেক বিশ্রামে থাকবেন তিনি।
-
নেই মিচেল মার্শ
ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন মিচেল মার্শ। আজ রাজস্থানের বিরুদ্ধে তাঁকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস।
Published On - Apr 08,2023 2:31 PM