MI vs KKR: কেকেআরে খেলেন সুপারম্যান! শাহরুখ খানই এই নাম দিয়েছেন…
IPL 2024, MI vs KKR: টিমের কর্ণধার হলেও প্লেয়ারদের সঙ্গে বন্ধু, দাদার মতোই মেলামেশা শাহরুখ খানের। এ মরসুমে কেকেআরের বেশ কিছু হোম ম্যাচে ইডেন গার্ডেন্সে ছিলেন শাহরুখ। গত ম্যাচটি ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তার আগের দিনও শহরে ছিলেন শাহরুখ। শুধু তাই নয়, দলের প্র্যাক্টিসেও হাজির ছিলেন। অতীতে যা দেখা যায়নি। সেই কিং খানই দলের সুপারম্য়ানকে প্রকাশ্যে আনলেন।
কলকাতা নাইট রাইডার্স টিমে খেলেন সুপারম্যান! তাঁকে চেনে সকলেই। যদিও তাঁরই নাম যে সুপারম্যান সেটা হয়তো অনেকেই জানেন না। টিমের কর্ণধার শাহরুখ খানই প্রকাশ্যে আনলেন সেই তথ্য়। এ মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর সুনীল নারিন বিধ্বংসী ফর্মে। তাঁকে নিয়মিত ওপেন করাচ্ছেন গম্ভীর। সাফল্যও মিলছে। সুনীল নারিন যে কেকেআর টিমের কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, এ বিষয়ে সন্দেহ নেই। ফিল সল্টের সঙ্গে টিমকে প্রতিটা ম্যাচেই দারুণ স্টার্ট দিচ্ছেন। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেও সেই প্রত্যাশাই থাকবে।
টিমের কর্ণধার হলেও প্লেয়ারদের সঙ্গে বন্ধু, দাদার মতোই মেলামেশা শাহরুখ খানের। এ মরসুমে কেকেআরের বেশ কিছু হোম ম্যাচে ইডেন গার্ডেন্সে ছিলেন শাহরুখ। গত ম্যাচটি ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তার আগের দিনও শহরে ছিলেন শাহরুখ। শুধু তাই নয়, দলের প্র্যাক্টিসেও হাজির ছিলেন। অতীতে যা দেখা যায়নি। সেই কিং খানই দলের সুপারম্য়ানকে প্রকাশ্যে আনলেন। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে নানা বিষয়েই বলেছেন শাহরুখ।
এক যুগ ধরে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন সুনীল নারিন। দু-বার আইপিএল জিতেছে কেকেআর। টিমে ছিলেন নারিন। স্টার স্পোর্টসে শাহরুখ বলেন, ‘আমরা সুনীলকে সুপারম্যান বলি। ঈশ্বরের অংশ। মাঠে নামলে সুমীল নারিনই বস। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই। ওকে টিমের সবরকম কাজে পাওয়া যায়।’ ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জেতে কেকেআর। বিদেশি স্পিনারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন দু-বারই। সুনীল নারিন নিয়েছিলেন যথাক্রমে ২১ ও ২৪টি উইকেট।
শাহরুখ আরও বলেন, ‘ও খুব সংস্কারী। আমরা খুবই ভাগ্যবান। ভারতীয় হোক বা বিদেশি, আমাদের এমন অনেক প্লেয়ার রয়েছে, দলের প্রতি যাদের দায়বদ্ধতা অসামান্য। যেমন সুনীলের কথাই ধরা যাক।’