IPL 2025, KKR: ইডেন গার্ডেন্স পিচ ‘বিতর্ক’, স্পষ্ট বার্তা কলকাতা নাইট রাইডার্স কোচের
IPL 2025, KKR EDEN GARDENS: ঘরের মাঠে হার দিয়ে শুরু করলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতেছে কেকেআর। আজ অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছেন নাইটরা। তার আগে পিচ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পন্ডিত।

কলকাতা: হোম গ্রাউন্ড। ঘরের মাঠের সুবিধা। আর এই নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নতুন মরসুম শুরু হয়েছে কেকেআরের ম্যাচ দিয়েই। ইডেনে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার। ঘরের মাঠে হার দিয়ে শুরু করলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতেছে কেকেআর। আজ অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছেন নাইটরা। তার আগে পিচ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পন্ডিত।
ইডেনে হারের পরই বিতর্ক তৈরি হয়েছিল, ঘরের মাঠের সুবিধা পায়নি কেকেআর। নাইট ম্যানেজমেন্ট ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রতিটা টিমই দল গড়ে হোম অ্যাডভান্টেজকে প্রাধান্য দিয়ে। কেকেআরে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো একাধিক দক্ষ স্পিনার রয়েছেন। কিন্তু পিচ থেকে যদি স্পিনাররা সুবিধাই না পান, তা হলে চাপ বাড়ে। ইডেনের পিচ কিউরেটর পাল্টা দিয়েছিলেন। বোর্ডের নির্দেশিকা কী রয়েছে, তিনি যে সেই অনুযায়ীই পিচ বানান, সেটাও পরিষ্কার করে দেন।
মুম্বই ম্যাচের আগে নাইট কোচ চন্দ্রকান্ত পন্ডিত বলেন, ‘কোন দল ঘরের মাঠের সুবিধা পেতে চাইবে না? এটা তো খুব সহজ বিষয়।’ আইপিএলে প্রতিটা টিম লিগ পর্বে ১৪টি ম্যাচ খেলে। এর মধ্যে ৭টি হোম ম্যাচ। সেখান থেকে ম্যাক্সিমাম পয়েন্ট তোলাই টার্গেট থাকে। প্লে-অফের রাস্তায় থাকতে যা খুবই জরুরি। চন্দ্রকান্ত পন্ডিত আরও বলেন, ‘একজন কোচ হিসেবে বা টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে বলতে পারি, আমাদের যে পিচই দেওয়া হোক, তাতেই খেলব। অবশ্যই পিচ তৈরির বিষয়টা কিউরেটরের হাতে। আপাতত আমাদের ফোকাস মুম্বই ম্যাচ।’
ইডেন এবং পিচ প্রসঙ্গে ক্ষুব্ধ পন্ডিত বলেন, ‘আমি জানি না মাঠের পুরোপুরি দায়িত্ব কার হাতে থাকে। পিচ তৈরির ক্ষমতা ফ্র্যাঞ্চাইজির হাতে থাকে না এটুকু জানি। তবে বিভিন্ন রাজ্যে আলাদ নিয়ম কি না, সেটাও জানা নেই। আপাতত এটুকু বলতে পারি, ঘরের মাঠে এমন কিছুই প্রত্যাশা করব, যেটা টিমকে সহযোগিতা করবে।’ চেন্নাই সুপার কিংসও ঘরের মাঠে আরসিবির কাছে হারের পর পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল।





