LSG vs PBKS IPL Match Result : সিকান্দারের রাজকীয় ইনিংস, শাহরুখের ক্যামিও, জিতল প্রীতির পঞ্জাব
Lucknow Super Giants vs Punjab Kings Match Report : লোকেশ রাহুল-কাইল মেয়ার্সের ওপেনিং জুটিতে যোগ হয় ৫৩ রান। পাওয়ার প্লে-তে কোনও উইকেট হারায়নি লখনউ। তারপরই একের পর এক ধাক্কা। লোকেশ রাহুল এক দিক আগলে রাখলেও বড় জুটি হয়নি।
দীপঙ্কর ঘোষাল : বোর্ডে মাত্র ১৫৯ রান। লখনউ সুপার জায়ান্টসের জন্য কাজ কঠিন ছিল। এই রান নিয়ে ম্য়াচ জেতা কার্যত অসম্ভব। বোলিংয়ে অনবদ্য কিছু প্রয়োজন ছিল। বোলিংয়ে শুরুটা ভালো করে লখনউ। তবে পঞ্জাব কিংসের সিকান্দারের রাজকীয় ইনিংস তাদের চাপ বাড়ায়। আইপিএল অভিষেকে নজর কাড়লেন লখনউয়ের পেসার যুধবীর সিং। তা অবশ্য যথেষ্ট ছিল না। শিখর ধাওয়ান না থাকলেও ১৬০ রানের লক্ষ্য পেরোতে খুব বেশি সমস্য়া হল না পঞ্জাব কিংসের। মাঝে খেই হারালেও সিকান্দার রাজার অনবদ্য ইনিংস পঞ্জাবকে ম্যাচে রাখল। শেষ দিকে নাটকীয় রূপ নিল ম্যাচ। শেষ ওভারে পঞ্জাবের লক্ষ্য দাঁড়ায় ৭ রান। শাহরুখের ১০ বলে ২৩ রানের ক্যামিও, ২ উইকেটে জয় পঞ্জাবের। রাজকীয় ইনিংস খেললেন রাজা। যদিও ম্যাচ ফিনিশ করতে পারলেন না। ৪১ বলে ৫৭ রানে ফেরেন রাজা। আইপিএলে প্রথম খেলছেন জিম্বাবোয়ের এই অলরাউন্ডার। অবশেষে প্রথম অর্ধশতরানের ইনিংস তাঁর ব্যাটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।
ক্যাপ্টেন্স নক। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৪ রানের অনবদ্য ইনিংস লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলের। কিন্তু সতীর্থদের থেকে সহযোগিতা এল না সেই অর্থে। প্রশংসা প্রাপ্য পঞ্জাব সুপার কিংস বোলিং লাইন আপের। চোটের কারণে এই ম্য়াচে খেলেননি শিখর ধাওয়ান। নিয়মিত ক্যাপ্টেন ধাওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাবকে নেতৃত্ব দেন স্যাম কারান। বোলার বদল থেকে ফিল্ডিং, নেতৃত্বে নজর কাড়লেন আইপিএলের দামি প্লেয়ার। তাঁর ব্য়ক্তিগত পারফরম্য়ান্সও প্রশংসনীয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্য়াম কারান। একটা সময় অবধি তাঁর সিদ্ধান্ত ভুল মনে হচ্ছিল।
লোকেশ রাহুল-কাইল মেয়ার্সের ওপেনিং জুটিতে যোগ হয় ৫৩ রান। পাওয়ার প্লে-তে কোনও উইকেট হারায়নি লখনউ। তারপরই একের পর এক ধাক্কা। লোকেশ রাহুল এক দিক আগলে রাখলেও বড় জুটি হয়নি। পরপর ফেরেন কাইল মেয়ার্স ও দীপক হুডা। একই ওভারে পরপর দু-বলে ক্রুনাল পান্ডিয়া ও নিকোলাস পুরানকে ফিরিয়ে লখনউয়ের চাপ বাড়ান কাগিসো রাবাডা। ১৯তম ওভারে ফেরেন লোকেশ রাহুল। ৫৬ বলে ৭৪ রানের প্রশংসনীয় ইনিংস তাঁর। তবে বোর্ডে বড় স্কোর গড়তে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৯ লখনউয়ের। পঞ্জাব কিংসের দুই পেসার স্যাম কারান এবং কাগিসো রাবাডা দুর্দান্ত বোলিং করেন। স্য়াম ৩১ রান দিয়ে ৩ উইকেট এবং রাবাডা ৩৪ রানে ২ উইকেট নেন।