IPL 2024 Purple Cap: রিঙ্কুর কাছে মার খাওয়া বোলারের এন্ট্রি পার্পল ক্যাপের প্রথম দশে

IPL 2024: এই নিয়ে পরপর দুটো ম্যাচে তাঁর উপর ভরসাও রেখেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিটি মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এখনও অবধি হওয়া আইপিএলের ৬টি ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা।

IPL 2024 Purple Cap: রিঙ্কুর কাছে মার খাওয়া বোলারের এন্ট্রি পার্পল ক্যাপের প্রথম দশে
IPL 2024 Purple Cap: রিঙ্কুর কাছে মার খাওয়া বোলারের এন্ট্রি পার্পল ক্যাপের প্রথম দশেImage Credit source: IPL Website
Follow Us:
| Updated on: Mar 26, 2024 | 1:25 AM

কলকাতা: যশ দয়াল। নামটা শুনলেই অনেকের ২০২৩ সালে গুজরাট বনাম কেকেআরের ম্যাচের কথা মনে পড়ে। বিশেষ করে নাইট তারকা রিঙ্কু সিং যখন যশ দয়ালের এক ওভারে ৫ বলে টানা ৫টি ছয় মেরেছিলেন, সেই সময়কার কথা সকলের মুখে মুখে ঘোরে। এখন আর গুজরাট টিমের সদস্য নন যশ দয়াল। তাঁকে আইপিএলেরন (IPL) নিলামে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে পরপর দুটো ম্যাচে তাঁর উপর ভরসাও রেখেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিটি মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এখনও অবধি হওয়া আইপিএলের ৬টি ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা।

এ বারের আইপিএলের পার্পল ক্যাপ আপাতত সিএসকের তারকা মুস্তাফিজুর রহমানের দখলে রয়েছে। তিনি ১টি ম্যাচে নিয়েছিলেন ৪টি উইকেট। সেই সুবাদে পান শীর্ষস্থান। মুস্তাফিজুরের ঠিক পরেই রয়েছেন জসপ্রীত বুমরা। গুজরাটের বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান দিয়ে পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে বুমরা। পঞ্জাবের পরবর্তী ম্যাচের আগে আপাতত দলের তিন জন পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। পঞ্জাব কিংসের হারপ্রীত ব্রার রয়েছেন তিনে। ২ ম্যাচে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন বুমরা ।

সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন এই তালিকায় পাঁচে রয়েছেন। নটরাজন নাইটদের বিরুদ্ধে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের একমাত্র বোলার নটরাজনই, যিনি পার্পল ক্যাপের দৌড়ে প্রথম দশে রয়েছেন।

কেকেআরে হর্ষিত রানা এক ম্যাচে ৩টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় ছয়ে নেমেছেন হর্ষিত রানা। ৪ ওভার বল করে ৩৩ রান দিয়েছিলেন তিনি। পঞ্জাবের হর্ষল প্যাটেল সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন। জোড়া ম্যাচের শেষে হর্ষলের ঝুলিতে এসেছে ৩ উইকেট। দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব পার্পল ক্যাপের দৌড়ে ৮এ রয়েছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বোলার জেরাল্ড কোৎজে ১ ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট পেয়েছিলেন। পার্পল ক্যাপের দৌড়ে তিনি নয়ে নেমেছেন। আর বোলারদের তালিকার প্রথম দশের দশ নম্বরে রয়েছেন যশ দয়াল। তিনি ২টি ম্যাচে ২টি উইকেট নিয়েছেন।