Ind vs NZ: ভারতের মতো ধাক্কা নিউজিল্যান্ড শিবিরেও, চোটে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরুর একদিন আগে জোর ধাক্কা খেয়েছে ভারতীয় দল। পিঠের চোটের কারণে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। একইদিনে চোটের ধাক্কায় ধরাশায়ী নিউজিল্যান্ডও। ছিটকে গেলেন তারকা কিউয়ি বোলার।
হায়দরাবাদ: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নেই ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো বোলাররা। হায়দরাবাদে নিউজিল্যান্ড (New Zealand) পাচ্ছে না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকেও। পাকিস্তান সফরের পর দেশে ফিরে গিয়েছেন সাউদি। বোল্ট এখন নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে। তাই ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ (IL20)তে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই অভাবগুলির মাঝেই ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে নিউজিল্যান্ডের স্ট্যান্ড ইন অধিনায়ক টম ল্যাথাম আরও বড় ঝটকা দিলেন কিউয়িদের। ভারতের (India vs New Zealand) মাটিতে বোল্ট, সাউদি, উইলিয়ামসনদের অভাব অনুভূত হবে। একইসঙ্গে হায়দরাবাদে প্রথম ওডিআইতে নিউজিল্যান্ড পাচ্ছে না অভিজ্ঞ স্পিনার ইশ সোধিকেও (Ish Sodhi)। তাঁর হালকা চোট রয়েছে। তাই ঝুঁকি না নিয়ে সিরিজের প্রথম ম্যাচে তাঁকে দলের বাইরে রাখা হয়েছে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
উইলিয়ামসনের পরিবর্তে হায়দরাবাদে কিউয়িদের নেতৃত্বে টম ল্যাথাম। স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন বললেন, “বোল্ট, সাউদি দলে নেই। ওদের অভাব ভালোমতো বোঝা যাবে। অন্যভাবে দেখতে গেলে, এই ফাঁকে দলের বাকিরা নিজেদের প্রমাণিত করার সুযেগ পাবেন। আমাদের দলের সকলেরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। এ বার ওদের দায়িত্ব নেওয়ার পালা। আমরা ভাগ্যবান যে লকি ফার্গুসনের মতো ক্রিকেটার দলে রয়েছেন, যাঁর ভারতের মাটিতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।” নিউজিল্যান্ডের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন ফার্গুসন। এছাড়া রয়েছেন ব্লেয়ার টিকনার, ব্রেসওয়েল এবং হেনরি শিপলে। বাঁ হাতি ব্যাটার ল্যাথাম আরও জানান, স্পিনার ইশ সোধির সামান্য চোট রয়েছে। যে কারণে প্রথম ওডিআইতে খেলবেন না তিনি। সোধি মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন। কিন্তু বল করার সময় সতর্ক দেখা গিয়েছে তাঁকে।
পাকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সদস্য সিরিজ জিতে আসা নিউজিল্যান্ড বেশ আত্মবিশ্বাসী। ল্যাথাম বলছেন, অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছি। কয়েকজন ক্রিকেটার এই প্রথম পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলল। তা সত্ত্বেও সিরিজ জিতেছি। এখানেও যতটা সম্ভব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করব। বিশ্বকাপের খুব একটা দেরি নেই। তার আগে এই সিরিজ থেকে যতটা সম্ভব পরিস্থিতি আয়ত্ত করা শিখে নেওয়ার চেষ্টা করব।”
ল্যাথাম বলছেন, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবের স্পিন জুটির বিরুদ্ধে মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুত। পাশাপাশি দুরন্ত ফর্মে থাকা ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির ব্যাট স্তব্ধ করে দেওয়ার জন্যও প্রস্তুত তাঁরা। বিরাটের রান তোলা আটকানোর জন্য আলাদা পরিকল্পনা করেছে ব্ল্যাক ক্যাপসরা।