BCCI Contract: বোর্ডের চুক্তি থেকে বাদ ‘অবাধ্য’ দুই তারকা ক্রিকেটার!
Ishan Kishan-Shreyas Iyer: দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে খেলার কথা ছিল ঈশান কিষাণের। যদিও সিরিজ শুরুর আগে হঠাৎই স্কোয়াড থেকে নাম তুলে নেন কিপার-ব্যাটার ঈশান কিষাণ। তাঁর ছুটি মঞ্জুর করে বোর্ডও। প্রত্যাশা ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরবেন ঈশান কিষাণ। তাঁকে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয় রঞ্জি ট্রফিতে খেলার জন্য। যদিও বোর্ডের নির্দেশ বারবার অমান্য করেন ঈশান। তাঁর কোনও হদিশই মিলছিল না।
ঈশান কিষাণকে নিয়ে অস্বস্তি ছিলই। সঙ্গে যোগ হয়েছিল শ্রেয়স আইয়ারের নামও। আইপিএলের জন্য ঘরোয়া ক্রিকেট না খেলার সিদ্ধান্ত! ফিট থাকলেও বোর্ডের নির্দেশ অমান্য করেছেন এই দুই তারকা ক্রিকেটার। যার জেরে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ার পথে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বোর্ডের এক সূত্র এমনটাই জানিয়েছেন। ঈশানকে নিয়ে অস্বস্তি দীর্ঘ সময়ের। শ্রেয়স আইয়ার ফিট থাকলেও ‘মিথ্যে’ বলেছেন বলে গুরুতর অভিযোগ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে খেলার কথা ছিল ঈশান কিষাণের। যদিও সিরিজ শুরুর আগে হঠাৎই স্কোয়াড থেকে নাম তুলে নেন কিপার-ব্যাটার ঈশান কিষাণ। তাঁর ছুটি মঞ্জুর করে বোর্ডও। প্রত্যাশা ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরবেন ঈশান কিষাণ। তাঁকে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয় রঞ্জি ট্রফিতে খেলার জন্য। যদিও বোর্ডের নির্দেশ বারবার অমান্য করেন ঈশান। তাঁর কোনও হদিশই মিলছিল না। পরবর্তীতে দেখা যায় আইপিএলের প্রস্তুতি সারছেন। অন্য দিকে, জাতীয় দল থেকে চোটের কারণে বাদ পড়লেও দ্রুতই সুস্থ হয়ে ওঠেন শ্রেয়স আইয়ার। যদিও তিনি মুম্বই ক্রিকেট সংস্থাকে জানান, ফিট নন! মুম্বই রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলছে। শ্রেয়স আগেই সরে দাঁড়িয়েছিলেন।
এই দুই ‘অবাধ্য’ ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টাইমস অব ইন্ডিয়ায় বোর্ডের এক সূত্র বলেছেন, ‘নির্বাচকরা দ্রুতই কেন্দ্রীয় চুক্তির তালিকা ফাইনাল করবে। এরপরই বোর্ডের তরফে তা ঘোষণা হবে। ঈশান, শ্রেয়স চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন। বিসিসিআইয়ের নির্দেশ অমান্য করে দু-জনেই ঘরোয়া ক্রিকেটে খেলেননি।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ মার্চ। তারই প্রস্তুতি সারছেন ঈশান কিষাণ। সূত্রের খবর, গত বারের মতো যাতে আইপিএল মিস না হয় সে কারণেই জাতীয় দলে থাকাকালীন চোটের কথা বলে সরে দাঁড়িয়েছিলেন শ্রেয়স আইয়ারও। ঝুঁকি না নিতেই এমন সিদ্ধান্ত তাঁর। ফিট হয়ে উঠেছিলেন দ্রুতই। তারপরও রঞ্জি কোয়ার্টার খেলছেন না। ঘটনায় প্রবল ক্ষুব্ধ বিসিসিআই।