IPL 2024: কোথাও যাচ্ছে না আইপিএল, ভারতেই পুরো টুর্নামেন্ট; জানালেন খোদ চেয়ারম্যান

Indian Premier League Venue: এর আগে সাধারণ নির্বাচন এবং কোভিডের কারণে দেশের বাইরে আইপিএল আয়োজনে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বভারতীয় সংবাদমাধ্যম Times of India-র একটি প্রতিবেদনে বলা হয়েছিল, নির্বাচনের কারণে আইপিএলের বাকি অংশ বিদেশে হবে। পরিবর্ত ভেনু হিসেবে আরব আমির শাহির কথা উঠে এসেছিল। এর আগেও আরব আমির শাহিতে হয়েছে আইপিএলের ম্যাচ। যদিও দেশেই হবে টুর্নামেন্ট, এমনটাই জানিয়েছেন অরুণ ধুমাল।

IPL 2024: কোথাও যাচ্ছে না আইপিএল, ভারতেই পুরো টুর্নামেন্ট; জানালেন খোদ চেয়ারম্যান
Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 16, 2024 | 5:14 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ার বাইরে! এমন জল্পনাই শোনা যাচ্ছিল। তার অন্যতম কারণ দেশে সাধারণ নির্বাচন। অতীতেও লোকসভা ভোটের জন্য বিদেশে হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ বার প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা ছিল। সে কারণেই বাকি সূচি ঠিক করা হয়নি বলে জানিয়েছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান অরুণ ধুমাল। কোথায় হবে এ বারের আইপিএলের বাকি অংশ, খোলসা করলেন খোদ চেয়ারম্যান। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এর আগে সাধারণ নির্বাচন এবং কোভিডের কারণে দেশের বাইরে আইপিএল আয়োজনে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বভারতীয় সংবাদমাধ্যম Times of India-র একটি প্রতিবেদনে বলা হয়েছিল, নির্বাচনের কারণে আইপিএলের বাকি অংশ বিদেশে হবে। পরিবর্ত ভেনু হিসেবে আরব আমির শাহির কথা উঠে এসেছিল। এর আগেও আরব আমির শাহিতে হয়েছে আইপিএলের ম্যাচ। যদিও দেশেই হবে টুর্নামেন্ট, এমনটাই জানিয়েছেন অরুণ ধুমাল।

সংবাদ সংস্থা IANS-কে আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, ‘সরকরারে সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে আমাদের। পুরো পরিস্থিতিটাই নজর রাখছি। আইপিএলের বাকি অংশও ভারতেই হবে। এই টুর্নামেন্ট বাইরে কোথাও যাচ্ছে না। আমরা পরবর্তী পরিকল্পনা দ্রুতই ঠিক করব।’ দু-সপ্তাহে মোট ২১টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছিল। এ দিনই সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। মনে করা হচ্ছে, আইপিএলের বাকি পর্বের সূচিও দ্রুতই ঘোষণা করবে বোর্ড।