Bhuvneshwar Kumar: উইকেট নয়, সুপার ওভার চেয়েছিলেন ভুবনেশ্বর কুমার; শেষ ওভারে কী চলছিল SRH তারকার মনে?

SRH vs RR, IPL 2024: রাজস্থান রয়্যালসের ইনিংসের শুরুতেই ডাবল ধামাকা দেখান ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট ঝুলিতে ভরেন ভুবি। শেষ ওভারে রোভম্যান পাওয়েলের উইকেট তুলে ভুবনেশ্বর কুমার ম্যাচের হিরো হয়ে যান। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি।

Bhuvneshwar Kumar: উইকেট নয়, সুপার ওভার চেয়েছিলেন ভুবনেশ্বর কুমার; শেষ ওভারে কী চলছিল SRH তারকার মনে?
Bhuvneshwar Kumar: উইকেট নয়, সুপার ওভার চেয়েছিলেন ভুবনেশ্বর কুমার; শেষ ওভারে কী চলছিল SRH তারকার মনে?Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 03, 2024 | 3:05 PM

কলকাতা: শেষ বলে যে ম্যাচের ফয়সলা হয়, তার থেকে রোমাঞ্চকর আর কিছু হয় না। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্মীবার ছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) আইপিএল ম্যাচ। পিঙ্ক আর্মি ম্যাচ প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু শেষ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হায়দরাবাদের সিনিয়র তারকা পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ১ রানের থ্রিলারে জয় হায়দরাবাদের। শেষ ওভারে ঠিক কী চলছিল ভুবনেশ্বর কুমারের মনে?

রাজস্থান রয়্যালসের ইনিংসের শুরুতেই ডাবল ধামাকা দেখান ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট ঝুলিতে ভরেন ভুবি। শেষ ওভারে রোভম্যান পাওয়েলের উইকেট তুলে ভুবনেশ্বর কুমার ম্যাচের হিরো হয়ে যান। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি।

উপ্পলে ম্যাচের শেষে আইপিএল ওয়েবসাইটে ভুবনেশ্বর বলেন, ‘সত্যি বলতে কী ১৯তম ওভার যখন চলছিল, আমি নার্ভাস ছিলাম। যখন বল হাতে এসেছিল, তখনও কোনও চিন্তা ছিল না। আমার অবশ্য উইকেট নেওয়ার ভাবনা ছিল না। কারণ ওদের ২ রান প্রয়োজন ছিল। লক্ষ্য ছিল ম্যাচ টাই করা, তা হলে সুপার ওভার হত। সেখানে আমরা আরও একটা সুযোগ পেতাম।’

শেষ ওভারের শেষ বলে রোভম্যান পাওয়েল এক উইকেট নিলেই চলতি মরসুমের প্রথম সুপার ওভার হত। কিন্তু তেমনটা হয়নি। শেষ বলে উইকেট তুলে নেন ভুবি। তাঁর কথায়, ‘ক্রিকেটে অনেক সময় ভালো বল করেও উইকেট আসে না। আবার অনেক সময় ফুল টস বলেও উইকেট পাওয়া যায়। আমি মনে করি আমরা ভাগ্যবান যে শেষ বলে উইকেটটা পেয়েছি।’ আপাতত চলতি আইপিএলে ১০ ম্যাচের ৬টিতে জিতেছে হায়দরাবাদ। এবং হেরেছে ৪টিতে। অরেঞ্জ আর্মির পয়েন্ট ১২। লিগ টেবলের চারে রয়েছে প্যাট কামিন্সের টিম।