RCB: কোহলি-ডু’প্লেসিদের উদ্ধার করতে আরসিবিতে হাজির ABD!

IPL 2024: আগামিকাল শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রয়েছে আরসিবির ম্যাচ। শেষ ম্যাচেও বিরাট কোহলিদের প্রতিপক্ষ ছিল গুজরাট। যেখানে অনবদ্য সেঞ্চুরি করেছিলেন উইল জ্যাকস। আর অপর প্রান্ত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করেছিলেন বিরাট কোহলি। এ বার অনেকেই বলছেন আরসিবি টিমে চলে এসেছেন এবিডি (ABD)। সত্যিই কি তাই?

RCB: কোহলি-ডু'প্লেসিদের উদ্ধার করতে আরসিবিতে হাজির ABD!
কোহলি-ডু'প্লেসিদের উদ্ধার করতে আরসিবিতে হাজির ABD!Image Credit source: X
Follow Us:
| Updated on: May 03, 2024 | 2:41 PM

কলকাতা: আইপিএলের (IPL) চলতি মরসুমে একটানা হারে ক্ষতবিক্ষত অবস্থায় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে আরসিবি (RCB)। অবশ্য শেষ ২টি ম্যাচে জিতেছেন বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসিরা। আগামিকাল শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রয়েছে আরসিবির ম্যাচ। শেষ ম্যাচেও বিরাট কোহলিদের প্রতিপক্ষ ছিল গুজরাট। যেখানে অনবদ্য সেঞ্চুরি করেছিলেন উইল জ্যাকস। আর অপর প্রান্ত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করেছিলেন বিরাট কোহলি। এ বার অনেকেই বলছেন আরসিবি টিমে চলে এসেছেন এবিডি (ABD)। সত্যিই কি তাই?

ইংল্যান্ডের ২৫ বছরের ক্রিকেটার উইল জ্যাকস এ বারের আইপিএলে আরসিবির হয়ে শুরুর দিকের কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পাননি। যখন থেকে তিনি সুযোগ পেয়েছেন, তা কাজে লাগানোর চেষ্টা করেছেন। অনেকেই প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করেছেন উইল জ্যাকসের। অনেকেই বলছেন, আরসিবির পরবর্তী এবিডি হলেন উইল জ্যাকস। আর উইল জ্যাকস এ কথা শুনে কী বলছেন?

আরসিবির এক শো-তে উইল জ্যাকস বলেন, ‘এটা (আরসিবির পরবর্তী এবিডি প্রসঙ্গে) আমার জন্য কিছুটা ভয়ের। এবি ডি ভিলিয়ার্স আরসিবির একজন কিংবদন্তি, তিনি ক্রিকেট বিশ্বের এক কিংবদন্তি। ওর জায়গার গুরুত্বই আলাদা। আমাদে দেখাতে হবে আমি কী করতে পারি। কেমন খেলি।’

এ বারের আইপিএলে তিনি আরসিবির হয়ে ৫ ম্যাচে ১৭৬ রান করেছেন উইল জ্যাকস। তাঁর গড় ৪৪.০০ এবং স্ট্রাইক রেট ১৯১.৩০। ২০২২ সালে উইল জ্যাকসকে কিনেছিল আরসিবি। তিনি বলেন, ‘যখন আমাকে আরসিবি নিয়েছিল, আমি বাড়িতে ছিলাম। অনুভূতিটা অসাধারণ ছিল। কিন্তু আমি চোট পেয়েছিলাম। তাই গত মরসুমে খেলতে পারিনি।’ এ বার দেখার আরসিবির জার্সিতে জ্যাকস কতটা দিন দিন কতটা উজ্জ্বল হতে পারেন।