Umran Malik: আইপিএলে ফিরল ‘জম্মু এক্সপ্রেস’, ১৪৯.২ কিমি প্রতি ঘণ্টায় ওড়ালেন স্টাম্প

SRH vs RR: গতির জন্য পরিচিত জম্মু ও কাশ্মীরের বোলার উমরান মালিক। আইপিএল ফিরতেই ফিরলেন গতির রাজা। ২০২৩ আইপিএলে নিজের প্রথম ম্যাচে দেবদত্ত পাডিকালের উইকেট ছিটকে দেন উমরান। বলের গতি ছিল ১৪৯.২ কিমি প্রতি/ঘণ্টা।

Umran Malik: আইপিএলে ফিরল 'জম্মু এক্সপ্রেস', ১৪৯.২ কিমি প্রতি ঘণ্টায় ওড়ালেন স্টাম্প
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 8:41 AM

হায়দরাবাদ: গতির জন্য পরিচিত জম্মু ও কাশ্মীরের বোলার উমরান মালিক (Umran Malik)। আইপিএল ফিরতেই ফিরলেন গতির রাজা। কোটিপতি লিগে গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পরই ভারতীয় দলে প্রবেশের দরজা খুলে গিয়েছিল জম্মু ও কাশ্মীরের পেস সেনসেশনের কাছে। আইপিএলে ফের একবার আগুন ঝরাতে প্রস্তুত তিনি (IPL 2023)। টুর্নামেন্টে ১৬তম সংস্করণে নিজের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs RR) এই ফাস্ট বোলার রবিবার দেবদত্ত পাডিক্কলের অফ স্টাম্প উপড়ে ফেলেন। সেইসময় বলের গতি পরিমাপ ছিল ১৪৯.২ কিমি প্রতি ঘন্টা। সানরাইজার্স হায়দরাবাদের জন্য পাডিকলের উইকেটটির ভীষণ প্রয়োজন ছিল। অধিনায়ক ভুবনেশ্বর কুমারকে হতাশ করেননি ‘জম্মু এক্সপ্রেস’। বিস্তারিত রইল TV9 Bangla-য়।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১৫১ রান তুলে ফেলেছে। ক্রিজে ছিলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর দেবদত্ত পাডিকল চার নম্বরে ব্যাট করতে নামেন। পাডিকল (৪) ক্রিজে সেট হওয়ার আগেই রাজস্থানকে তৃতীয় ধাক্কা দেন উমরান মালিক। আইপিএলের অভিজ্ঞ ব্যাটার উমরানের গতির সামনে টিকতে পারেননি। গুড লেন্থের বলটি ডিফেন্ড করতে চেয়েছিলেন। কিন্তু বলটি ধেয়ে এসে অফ-স্টাম্পে গিয়ে আঘাত করে। পাডিকালের নিজেরও বিশ্বাস হচ্ছিল না। উইকেটের দিকে বারবার তাকাচ্ছিলেন তিনি।

ম্যাচে উমরান মালিকের প্রথম ও শেষ উইকেট ছিল এটি। এদিন উমরানের ওভার বেশ ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছে। সম্ভবত এই কারণেই তিনি পুরো চার ওভার বল করার সুযোগ পাননি। উমরান তিন ওভারে ১০.৬৬ ইকোনমি রেখে ৩২ রান খরচ করেন। পাডিকলের উইকেট ফেললেও রাজস্থানের রান তোলায় বাধা হয়নি। নির্ধারিত ২০ ওভারে ২০৩ রানের বিশাল স্কোর গড়েন সঞ্জু স্যামসনরা। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। শিমরন হেটমায়ার ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। এদিন রাজস্থানের শীর্ষ তিন ব্যাটার অর্ধশতরান করেন। জস বাটলার ২২ বলে ৫৪ রান এবং যশস্বী জয়সওয়াল ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। প্রথম উইকেটে দু’জনের মধ্যে ৮৫ রানের পার্টনারশিপ হয়। ম্যাচটি ৭২ রানে জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস।