IND vs ENG: ভারত-ইংল্যান্ড ম্যাচে আরও এক দ্বৈরথ! জাহির খান বললেন…
India vs England 3rd Test: বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের পিচ কার্যত ব্যাটিং সহায়ক ছিল। স্পিনাররাও সুবিধা পাচ্ছিলেন। আর প্রথম ম্যাচে হায়দরাবাদের পিচ স্পিনারদের জন্যই। কিন্তু দু-ম্যাচেই দক্ষতায় নজর কেড়েছেন জসপ্রীত বুমরা। জো রুটকে ফাঁদে ফেলে আউট করা, ওলি পোপকে বিষাক্ত ইয়র্কার, বেন স্টোকসকে বোল্ড করা। রিভার্স সুইংয়ে বাজিমাত করেছিলেন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। তাঁকে নিয়েই আতঙ্কে ইংল্যান্ড শিবির।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ভারতের মাটিতে বাজবল দেখা যাবে কীনা, কোন স্পিনার বেশি উইকেট পাবেন, বিরাট কোহলির পারফরম্যান্স। বিরাট কোহলি এই সিরিজে নেই। ফলে তাঁর পারফরম্যান্স দেখার সুযোগ হয়নি। প্রথম দু-ম্যাচে স্পিন দ্বৈরথেও বাজিমাত করেছে ইংল্যান্ডই। তবে স্পিন সহায়ক পিচে বোলিংয়ে যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছিলেন জসপ্রীত বুমরা। রাজকোটেও এমন কিছুই হতে চলেছে, বিশ্বাস জাহির খানের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের পিচ কার্যত ব্য়াটিং সহায়ক ছিল। স্পিনাররাও সুবিধা পাচ্ছিলেন। আর প্রথম ম্যাচে হায়দরাবাদের পিচ স্পিনারদের জন্যই। কিন্তু দু-ম্যাচেই দক্ষতায় নজর কেড়েছেন জসপ্রীত বুমরা। জো রুটকে ফাঁদে ফেলে আউট করা, ওলি পোপকে বিষাক্ত ইয়র্কার, বেন স্টোকসকে বোল্ড করা। রিভার্স সুইংয়ে বাজিমাত করেছিলেন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। তাঁকে নিয়েই আতঙ্কে ইংল্যান্ড শিবির।
দেশের প্রাক্তন পেসার জাহির খান মনে করছেন, ম্যাচের মূল আকর্ষণ হয়ে দাঁড়াবে বুমরা বনাম ইংল্যান্ড ব্যাটিং। বিশেষ করে বল কিছুটা পুরনো হওয়ার পর। জাহির খান বলছেন, ‘প্রত্যাশা করব, রাজকোটের পিচ যেন হায়দরাবাদ ও ভাইজ্যাগের মতোই হয়। প্রথম দু-দিন ব্যাটে-বলে লড়াইটা জমুক। তৃতীয় দিন থেকে বেশি সুবিধা থাকুক স্পিনারদের। এখানেও রিভার্স সুইং দেখা যাবে বলেই মনে করছি। এই ধরনের পিচ এবং লড়াই ক্রিকেট প্রেমীদের জন্য মুগ্ধকর।’
জসপ্রীত বুমরার কাছে যে পিচ কোনও ফ্যাক্টর নয়, প্রথম দু-ম্যাচেই দেখিয়ে দিয়েছেন। তাঁর দক্ষতা সব পিচেই কার্যকর। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ওয়েস শাহ ঠিক যেন জাহিরের মতোই বলেন, ‘আমার মতে, সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে বুমরা বনাম ইংল্যান্ড মিডল অর্ডার দ্বৈরথ। তার কারণ, বুমরা রিভার্স সুইং করাতে পারবে। যা প্রবল সমস্যায় ফেলবে ইংল্যান্ড ব্যাটারদের।’