Indian Cricket: দ্রাবিড়ের সঙ্গে মায়ামিতে ম্যারাথন বৈঠকে বোর্ড সচিব!
Rahul Dravid-Jay Shah: ব্যক্তিগত সফরে মায়ামিতে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তিনি যে হোটেলে উঠেছিলেন, সেখানেই গিয়েছিলেন দ্রাবিড়। প্রায় দু-ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয় রাহুল দ্রাবিড় ও বোর্ড সচিবের।

আয়ারল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ। বেশির ভাগ ক্রিকেটারই বিশ্রামে। সামনে এশিয়ান কাপ এবং এরপরই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল পাঠানো হয়েছে। এর মধ্যে দু-একজনকে দেখে নেওয়ারও সুযোগ। নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। অস্ত্রোপচারের পর প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বুমরা। সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে ভারত। টেস্ট, ওয়ান ডে-র পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ দুটি ম্যাচ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। আর সেখানেই ম্যারাথন বৈঠক হয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচ এবং বোর্ড সচিব জয় শাহর মধ্যে। এমনটাই খবর ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের। এই বৈঠকের বেশ কিছু কারণ রয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইসিসি টুর্নামেন্টে ভারত শেষ বার ট্রফি জিতেছে এক দশক আগে। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এরপর থেকে সেমিফাইনাল এবং ফাইনালেই বিদায়। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপই পাখির চোখ। ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুটি ম্যাচের জন্য মায়ামির ম্যারিয়ট হোটেলে ছিল টিম ইন্ডিয়া। ক্রিকবাজের দাবি, সে সময় ব্যক্তিগত সফরে মায়ামিতে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তিনি যে হোটেলে উঠেছিলেন, সেখানেই গিয়েছিলেন দ্রাবিড়। প্রায় দু-ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয় রাহুল দ্রাবিড় ও বোর্ড সচিবের। শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে বোর্ড সচিবকে মাঠে দেখা গিয়েছে। মিটিং তার আগেই হয়েছে।
বোর্ড সচিব ও হেড কোচের মিটিং নতুন কিছু নয়। তবে সামনেই বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট রয়েছে। এশিয়া কাপের জন্য একটি শিবির করা হবে। ২৪ অগস্ট থেকে এই শিবির হতে পারে। সূত্রের খবর, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরই এশিয়া কাপের দল ঘোষণা করবে ভারতীয় বোর্ড। তার কারণ হিসেবে মনে করা হচ্ছে, জসপ্রীত বুমরার ফিটনেস দেখে নেওয়া। ম্যাচে বল করলেও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় পর নামছেন বুমরা। এই মিটিংয়ের অন্যতম কারণ হতে পারে, দলের পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ওয়ান ডে-তে হার। টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েও হার। অনেক প্রাক্তন ক্রিকেটারই পরামর্শ দিয়েছেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আগ্রাসী কোনও কোচ ঠিক করা হোক। রাহুল দ্রাবিড়কে শুধুমাত্র টেস্টে রাখার পক্ষে অনেকেই। তবে এই মিটিংয়ে সে সব নিয়ে আলোচনা হয়েছে কিনা নিশ্চিত নয়।





