আর্চারের চোট, অনিশ্চিত আইপিএলে

সম্ভবত ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে (ODI series) খেলবেন না জোফ্রা আর্চার (Jofra Archer)।

আর্চারের চোট, অনিশ্চিত আইপিএলে
আর্চারের চোট, অনিশ্চিত আইপিএলে
Follow Us:
| Updated on: Mar 21, 2021 | 2:01 PM

আমদাবাদ: ভারতের (India) কাছে টেস্ট সিরিজে হার, তারপর টি-২০তেও হার। এবার চোটের ধাক্কা ইংল্যান্ড (England) শিবিরে। কুনুইয়ের চোট (elbow injury) ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারের (Jofra Archer)। সম্ভবত ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে (ODI series) খেলবেন না তিনি। চোটের জন্য এর আগেও শেষ টেস্ট থেকে সরে দাঁড়য়েছিলেন জোফ্রা। তারপর টি-২০ সিরিজে ফিরে আসেন। কিন্তু ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান জানান, জোফ্রার কুনুইয়ের চোট তাই ৩ ম্যাচের একদিনের সিরিজে তাঁকে নাও পাওয়া যেতে পারে।

একদিনের সিরিজে জোফ্রা খেলবেন কিনা সেই ব্যাপারে ম্যাচের শেষে মর্গ্যান বলেছেন, “ওয়ানডে সিরিজে দল ওকে পাবে কিনা সে নিয়ে আমরা এখনও নিশ্চিত নই। আমরা দুটো দিন ওকে পর্যবেক্ষণে রাখব। কুনুইয়ের চোটটা ওকে খুব ভোগাচ্ছে। সত্যিই এই চোটের সুরাহা করা দরকার।” ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জোফ্রার চোটের পরিস্থিতি দেখে ঠিক করবে ওকে দেশে ফেরানো হবে কিনা।

আরও পড়ুন: এফ এ কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি

জোফ্রার চোট নিয়ে জটের পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি আইপিএল (IPL) থেকেও তিনি সরে দাঁড়াবেন? আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের বড় ভরসা ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। ৯ এপ্রিল শুরু হতে চলেছে আইপিএল ১৪। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ করেই আইপিএলের জন্য ক্রিকেটারদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। জোফ্রা যদি দেশে ফিরে যান তাহলে সরাসরি আর বাবলে অংশ নিতে পারবেন না। ইংল্যান্ড থেকে ফিরে ১৪ দিনের কোয়ারান্টিন কাটিয়ে তবে রাজস্থানের বাবলে অংশ নিতে পারবেন। এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্টের ইংল্যান্ড বোর্ডের উত্তরের অপেক্ষায়।