Ashes Series 2023, ENG vs AUS: অতি চালাকি? ৪০০-র কমে ইনিংস ডিক্লেয়ার! স্টোকসের উপর ভড়কালেন প্রাক্তনরা
Ben Stokes : ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা স্টোকসের 'বাজবল' মেনে নিতে পারছেন না। কেভিন পিটারসেন, মাইকেল ভন ভড়কে গিয়েছেন স্টোকসের উপর। তাঁর এই সিদ্ধান্তকে অতিচালাকি মনে করছেন তাঁরা।
বার্মিংহাম: অ্যাসেজের মতো প্রেস্টিজিয়াস সিরিজেও বদলাবে না ইংল্যান্ডের খেলার পদ্ধতি। আগেই জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক বেন স্টোকস। শুক্রবার ২০২৩ অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের (The Ashes 2023) প্রথম দিন তার প্রমাণ দিয়েছেন স্টোকস (Ben Stokes)। ৪০০ রানের কমে প্রথম দিনই ইনিংস ডিক্লেয়ার করে দেন। ইংরেজ অধিনায়কের সাহসী সিদ্ধান্ত যেমন বাহবা পাচ্ছে তেমন চোখ কপালে উঠেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা স্টোকসের ‘বাজবল’ মেনে নিতে পারছেন না। কেভিন পিটারসেন, মাইকেল ভন ভড়কে গিয়েছেন স্টোকসের উপর। তাঁর এই সিদ্ধান্তকে অতিচালাকি মনে করছেন তাঁরা। অতিরিক্ত সাহস ব্যুমেরাং হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা তাঁদের। তবে সতীর্থরা বেনের পাশেই রয়েছেন। অধিনায়কের সিদ্ধান্ত কিপার ব্যাটার জনি বেয়ারস্টোকে মোটেও অবাক করেনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাকালাম জুটি টেস্ট ক্রিকেটের ভাষা বদলে দিয়েছেন। জো রুট ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পর দায়িত্ব দেওয়া হয় স্টোকসকে। কোচ হিসেবে দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাকালাম। সেই থেকেই বাজবলের শুরু। আক্রমণাত্মক ভঙ্গিতে, ভয়ডরহীন টেস্ট ক্রিকেট। ইংল্যান্ড দল এখন টেস্ট ক্রিকেটটাও খেলে ওডিআই ফরম্যাটের মেজাজে। নয়া পদ্ধতিতে সাফল্যও ধরা দিয়েছে। শেষ ১৭টির মধ্যে ১২টি টেস্টই জিতেছে ইংল্যান্ড। রান তাড়ায় ঝুঁকি নিয়েও জেতার চেষ্টা করেছেন বেন স্টোকসরা। গত এক বছরে কোনও সিরিজ হারেনি ইংল্যান্ড। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ ও অ্যাসেজের মধ্যে বিস্তর ফারাক। তার উপর অস্ট্রেলিয়া সদ্য সদ্য টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছে। ইংল্যান্ড অধিনায়ককে সেটাই মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন পিটারসেন, ভনরা।
স্টোকস-ম্যাকালামের ‘বাজবল’ এফেক্ট প্রবলভাবে ছড়িয়ে পড়েছে দলের অন্দরে। শুক্রবার এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হয়েছে ছাইদানির যুদ্ধ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জো রুট, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টোরা যে ভঙ্গিতে খেলেছেন তা অন্তত টেস্টের মেজাজ নয়। ১৫২ বলে অপরাজিত ১১৮ রান জো রুটের। ৭৩ বলে ৬৮ রান জ্যাক ক্রলির। ৮ উইকেট হারিয়ে যখন দলের স্কোর ৩৯৩ তখনই ইনিংস ডিক্লেয়ার করে দেন বেন স্টোকস। ক্রিজে ছিলেন শতরানকারী জো রুট। অন্য কোনও টিম হলে স্কোর আরও কিছুটা বাড়িয়ে নিতে চাইত। এতেই ক্ষেপেছেন সেদেশের প্রাক্তনরা। মাইকেল ভন বলেছেন, “আমি হলে কখনও ইনিংস ডিক্লেয়ার করতাম না। ক্যাপ্টেন হিসেবে আমি আরও কিছু রান করতে চাইতাম। বিশেষ করে ক্রিজে যখন সেট ব্যাটার জো রুট রয়েছেন।” পিটারসেন বলেছেন, “আমার মনে হয় না এটা ওর ক্যাপ্টেন্সির প্রকৃতি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য আদর্শ। শনিবার এখানে ব্যাট করা আরও সুবিধার হবে। তাই ইনিংস ঘোষণা করে দেওয়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি।” যদিও সতীর্থ জনি বেয়ারস্টো স্টোকসের পাশে দাঁড়িয়ে বলেছেন, “এই সিদ্ধান্ত ভীষণ সাহসী ও এক কথায় দারুণ।”