Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR 2024: এ বার বিলেতে পা বাড়াচ্ছে KKR, ইংল্যান্ডে টিম কেনার ভাবনা শাহরুখ খানের?

Knight Riders: হান্ড্রেড শুরু থেকেই বিতর্কিত একটা টুর্নামেন্ট। ফর্ম্যাটের জন্য়। কিন্তু এই ফর্ম্যাট ছেড়ে এখনই বেরিয়ে আসতে চাইছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টিভি স্পনসরদের তরফে সমর্থনও রয়েছে। কিন্তু লাভের এভারেস্ট থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইসিবি। ঠিক সেখানেই উদাহরণ হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

KKR 2024: এ বার বিলেতে পা বাড়াচ্ছে KKR, ইংল্যান্ডে টিম কেনার ভাবনা শাহরুখ খানের?
KKR 2024: এ বার বিলেতে পা বাড়াচ্ছে KKR, ইংল্যান্ডে টিম কেনার ভাবনা শাহরুখ খানের?Image Credit source: X
Follow Us:
| Updated on: Feb 13, 2024 | 7:26 PM

কলকাতা: ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় অন্যতম বড় নাম কেকেআরের (KKR) মালিকপক্ষ। সোজা কথায় বললে, শাহরুখ খান-জুহি চাওলারা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আরও তিনটে ফ্র্যাঞ্চাইজি লিগে টিম কিনে ফেলেছে। ১০ হাজার কোটি টাকার লগ্নি যেমন, লাভও তেমন। আবার বৃত্ত ছেড়ে বেরোতে চলেছেন শাহরুখ খান। সব কিছু ঠিকঠাক চললে, খুব শিগগিরই বিলেতে পা রাখতে চলেছেন কিং খান। আইপিএলের ব্যবসায়িক মডেল সারা ক্রিকেট বিশ্বের কাছে উদাহরণ। অর্থ লগ্নি করার পাশাপাশি লাভ তুলতে হয় কী ভাবে, তা শিখিয়েছে আইপিএল (IPL)। সেই মডেলই এ বার আঁকড়ে ধরতে চলেছে। আর তাই ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট হান্ড্রেড বিকেন্দ্রীকরণের পথের কথা ভাবছে ইসিবি। অর্থাৎ, টিমগুলো রেভেনিউ শেয়ারিং মডেলের দিকে ঝুঁকতে চলেছে। টিমের মালিকানা কেনার জন্য ঝাঁপাতে চলেছে ভারতীয় ব্যবসায়ীরা। তাতে অনেকখানি এগিয়ে রয়েছেন কিং খান।

হান্ড্রেড শুরু থেকেই বিতর্কিত একটা টুর্নামেন্ট। ফর্ম্যাটের জন্য়। কিন্তু এই ফর্ম্যাট ছেড়ে এখনই বেরিয়ে আসতে চাইছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টিভি স্পনসরদের তরফে সমর্থনও রয়েছে। কিন্তু লাভের এভারেস্ট থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইসিবি। ঠিক সেখানেই উদাহরণ হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এতদিনের আঁকড়ে ধরে রাখা মনোভাব থেকে বেরিয়ে আসতে চাইছে ইসিবি। এমনিতেই কাউন্টি টিমগুলোর উপর করের বোঝা বাড়ছে। যতই কৌলিন্যের কথা বলা হোক, আয়ের রাস্তা ক্রমশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে। মাঠে কমছে দর্শক। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসতে চায় ইসিবি। ক্রিকেটের জন্ম যে দেশে, সেখানেই যাতে ব্রাত্য না পড়ে প্রচীন খেলা।

কেকেআর তো বটেই, হান্ড্রেডের টিম কেনার জন্য প্রবল আগ্রহী হয়ে উঠেছে আইপিএলের নানা টিমগুলো। মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসও রয়েছে দৌড়ে। সবচেয়ে বড় নাম হিসেবে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। ধোনির টিমও পা রাখতে চাইছে বিলেতে। এই লড়াইয়ে উঠে এসেছে ললিত মোদীর নামও। তিনিও নাকি টিম কেনার জন্য ঝাঁপিয়েছেন। অবশ্য এ নিয়ে এখনও কোনও পক্ষই মুখ খোলেনি। তবে একটা ব্যাপার নিয়ে কোনও সন্দেহ নেই, আর্থিক সমস্যায় জর্জরিত কাউন্টি টিমগুলো আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজির মালিকদেরই প্রাধান্য দিতে চাইছে।