KKR vs SRH Highlights, IPL 2024 FINAL: চতুর্থ ফাইনালে তৃতীয় ট্রফি কেকেআরের
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, আইপিএল লাইভ স্কোর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024 FINAL) মেগা ফাইনালে আজ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। ট্রফি জেতার ম্যাচের লাইভ আপডেট জেনে নিন এই লিঙ্কে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণ শেষ। মেগা ফাইনালে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল এই দু-দল। এরপর কোয়ালিফায়ারেও মুখোমুখি হয় দু-দল। দু-বারই সানরাইজার্সকে হারিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ট্রফির ম্যাচ। উল্টোদিকে বিধ্বংসী সানরাইজার্স। সব মিলিয়ে একটা রুদ্ধশ্বাস ফাইনালের প্রত্যাশা ছিল। যদিও কেকেআর সেটিকে একপেশে ফাইনালেই পরিণত করল। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে সানরাইজার্সকে মাত্র ১১৩ রানেই অলআউট করে কেকেআর। রান তাড়ায় ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়েই ট্রফি নিশ্চিত করে নাইট রাইডার্স।
LIVE Cricket Score & Updates
-
Virat Kohli: অরেঞ্জ ক্যাপ বিরাটেরই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এলিমিনেটরেই বিদায় হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন বিরাট কোহলি। ট্রফির আক্ষেপ না মিটলেও অরেঞ্জ ক্যাপ বিরাটের দখলেই। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। বিস্তারিত পড়ুন: কাশ্মীর থেকে কন্যাকুমারী কিং কোহলির দাপট জারি, অরেঞ্জ ক্যাপে বিরাট রেকর্ড
-
KKR vs SRH LIVE: সেরা উপহার…
ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিতেছেন দু-বার। গৌতম গম্ভীরের সেই দু-বারের চ্যাম্পিয়ন দলেই ছিলেন সুনীল নারিন। আর এক ক্যারিবিয়ান তারকা রাসেলও দীর্ঘ সময় নাইট সংসারে। আরও একটা ট্রফি জয়ের স্বাদ। বিস্তারিত পড়ুন: প্রিয় বন্ধু গম্ভীরকে IPL ট্রফি উপহার দিলেন নারিন-রাসেল
-
-
KKR vs SRH LIVE: ম্যাচ রিপোর্ট
গৌতম গম্ভীর লাক! ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দু-বার চ্যাম্পিয়ন করেছিলেন। মেন্টর হিসেবে ফিরতেই ট্রফি। বিস্তারিত পড়ুন: ইসবার কেকেআর… আইপিএলে তৃতীয় ট্রফি ‘ক্যাপ্টেন’ গম্ভীরের
-
KKR vs SRH LIVE: চতুর্থ ফাইনাল, তৃতীয় ট্রফি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে চতুর্থ বার ফাইনালে উঠেছিল তারা। ২০১২ সালে প্রথম ট্রফি চেন্নাইয়ের মাঠেই। সেখানেই এল তৃতীয় ট্রফি। শেষ বার ২০১৪ সালে ট্রফি জিতেছিল কেকেআর। ২০২১ সালে রানার্স। দশ বছরের অপেক্ষা মিটল। চেন্নাইয়ের মাঠে সানরাইজার্সকে মাত্র ১১৩ রানেই অলআউট করে কলকাতা। রান তাড়ায় ৮ উইকেটের বিশাল জয়।
-
KKR vs SRH LIVE: কত উইকেটে জিততে পারে কেকেআর!
টার্গেট ১১৪ রান। প্রথম ওভারেই বাউন্ডারি গুরবাজের। আর চাই ১০৯ রান। তৃতীয় ট্রফির খোঁজে কলকাতা নাইট রাইডার্স। এখন শুধুই অপেক্ষা।
-
-
KKR vs SRH LIVE: কামিন্স কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন?
মাত্র ১১৩ রানেই অলআউট সানরাইজার্স হায়দরাবাদ। ইনিংস রিপোর্ট বিস্তারিত পড়ুন: নাইটদের ট্রফি জয় এক কদম দূর, ধোনির ডেরায় কামিন্সদের মাটিতে নামালেন স্টার্করা
-
KKR vs SRH LIVE: ট্রফির জন্য কেকেআরের টার্গেট ১১৪
স্টার্কই ক্যাচ ফেলেছিলেন। তাঁর ক্যাচেই ফিরলেন প্যাট কামিন্স। সঙ্গে শেষ হল সানরাইজার্স ইনিংসও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালে এত দিন সর্বনিম্ন স্কোর ছিল ১২৫। সেই রেকর্ড ভেঙে গেল। সানরাইজার্সকে মাত্র ১১৩ রানেই গুটি দিল কেকেআর।
- পাওয়ার প্লে-তে অনবদ্য বোলিং মিচেল স্টার্ক-বৈভব অরোরার।
- স্পিনাররা রান আটকাতে সাহায্য করেন
- আন্দ্রে রাসেল উইকেট নিয়ে চাপ তৈরি করেন।
-
KKR vs SRH LIVE: বিরল দৃশ্য!
প্যাট কামিন্স বড় শট খেলার চেষ্টায়। লং অনে ক্যাচ ছিল। মিচেল স্টার্ক প্রস্তুত। হাতে বল পড়লেও জমাতে ব্যর্থ স্টার্ক। প্রতিপক্ষ ক্যাপ্টেনের ক্যাচ ফসকে অস্বস্তিতে মিচেল স্টার্ক। ব্যক্তিগত ১০ রানে জীবন পেলেন কামিন্স। ৯৬-৯ স্কোর হতে পারত সানরাইজার্সের।
-
KKR vs SRH LIVE: লোয়েস্ট স্কোরের সামনে!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালে লোয়েস্ট স্কোর ১২৫ রান। সানরাইজার্স কি সেই লজ্জার রেকর্ড ভেঙে দেবে! কেকআরের অনবদ্য বোলিংয়ের সামনে ৯০ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে সানরাইজার্স।
-
KKR vs SRH LIVE: চিপকে প্রথম ওভারেই উইকেট!
বরুণ চক্রবর্তী এই শহরেরই। সেই চেন্নাইতে ফাইনাল। বরুণ চক্রবর্তী নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন। ফেরালেন সানরাইজার্সের গত ম্যাচের নায়ক শাহবাজকে। প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হল আব্দুল সামাদকে।
-
KKR vs SRH LIVE: রাসেলের গোল্ডেন আর্ম
সানরাইজার্স ইনিংসের ১০ ওভার শেষেই রাসেলকে আক্রমণে আনেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। এলেন, উইকেটও নিলেন রাসেল। এইডেনকে ফিরিয়ে জুটি ভাঙলেন। ক্যাচ নেন স্টার্ক। ক্রিজে শাহবাজ আহমেদ।
-
KKR vs SRH LIVE: পাওয়ার প্লে আপডেট
পাওয়ার প্লে-রে শেষ ওভার খুব ভালো কাটল না কেকেআরের। ৫ ওভারে ২৩-৩ ছিল সানরাইজার্স। পাওয়ার প্লে-র শেষ ওভারে এল ১৭ রান। ৪০-৩ স্কোরে পাওয়ার প্লে শেষ করল সানরাইজার্স।
-
KKR vs SRH LIVE: তিন ওভারের স্পেল
প্রথম ওভারে মিচেল স্টার্ক ফিরিয়েছিলেন অভিষেক শর্মাকে। পাওয়ার প্লে-তেই তিন ওভারের স্পেল। তৃতীয় ওভারে ফেরালেন রাহুল ত্রিপাঠীকে। হাই ক্যাচ, মিস করেননি রমনদীপ। ক্রিজে বার্থ ডে নীতীশ রেড্ডি। তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট স্টার্কের।
-
KKR vs SRH LIVE: স্টার্কের পর বৈভব
প্রথম ওভারে মিচেল স্টার্ক ফিরিয়েছিলেন অভিষেক শর্মাকে। দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে কট বিহাইন্ড করলেন কেকেআরের তরুণ পেসার বৈভব অরোরা। দুর্দান্ত শুরু কেকেআরের।
-
KKR vs SRH LIVE: চান্স! মিস, ক্লিন বোল্ড
রানআউট চান্স! ২ রান অভিষেকের। বল কালেক্ট করলেও উইকেটে লাগেনি। পরের বলেই ক্লিন বোল্ড। প্রথম কোয়ালিফায়ারে ট্রাভিস হেডকে বোল্ড করেছিলেন, ফাইনালে অভিষেক শর্মাকে বোল্ড করলেন স্টার্ক। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট।
-
KKR vs SRH LIVE: শুরু মেগা ফাইনাল
প্রত্যাশামতোই সানরাইজার্সের হয়ে ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। বোলিং ওপেন করছেন বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। এ বারের আইপিএলে ১৫ উইকেট নিয়েছেন স্টার্ক। প্রথম পর্বে ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছেন স্টার্ক।
-
KKR vs SRH LIVE: টস রিপোর্ট
টস জিতে ব্যাটিং সানরাইজার্সের, শ্রেয়স জানালেন জিতলে তিনি ফিল্ডিংই নিতেন। টসের বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: চাপে থাকলেই পাল্টা লড়াই করি, ফাইনালে আগ্রাসী KKR ক্যাপ্টেন শ্রেয়স
-
KKR vs SRH LIVE: কুম্বলের বার্তা
লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে মাত্র তিনটি হার। দুর্দান্ত পারফর্ম করেছে কেকেআর। চেন্নাইয়ে মেগা ফাইনাল নিয়ে দেশের প্রাক্তন কোচের বিশ্লেষণ: ফাইনালের আগে KKR-এর প্রশংসা, বড় কথাও শোনালেন অনিল কুম্বলে
-
KKR vs SRH LIVE: ফাইনাল-পরিসংখ্যান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণের ফাইনাল। কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে জেনে নিন এই পরিসংখ্যান: আইপিএলের ১৭ সংস্করণে মাত্র তৃতীয় বার! এই রেকর্ড জানেন?
-
KKR vs SRH LIVE: বিশেষ মিটিং
সুনীল নারিন, গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পন্ডিত এবং ভরত অরুণের বিশেষ মিটিং। কী নিয়ে আলোচনা হতে পারে! দু-বার চ্যাম্পিয়ন কেকেআর টিমের ক্যাপ্টেন গৌতম গম্ভীর। বর্তমানে মেন্টর। তেমনই সুনীল নারিন চ্যাম্পিয়ন টিমের সদস্য।
-
KKR vs SRH LIVE: ম্যাচ প্রিভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে আরও একবার পড়ে নিন ম্যাচ প্রিভিউ: আইপিএল ফাইনালে নাইটদের নজরে আজ ‘তিন’
Published On - May 26,2024 6:00 PM