KKR vs SRH : ‘শুনেছিলাম রাবিশ, এখন হয়তো বলবে ওয়েল ডান’! কেন এমন বললেন ম্যাচের সেরা ব্রুক?
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Post Match : দিনের খেলার শেষে হ্যারি ব্রুক বলেন, 'ইডেনের পরিবেশে আমি মুগ্ধ। এই রাতটা আমার কাছে স্পেশাল। ম্যাচ জেতায় আরও ভালো লাগছে।'
দীপঙ্কর ঘোষাল : হ্য়ারি ব্রুক কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত? হতে পারেন। উদাহরণ হিসেবে তুলে ধরলেন সিআর সেভেনের কথাই। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বিতীয় ইনিংস সুখকর হয়নি। কোচের সঙ্গে ঝামেলায় জড়ানো, অন্য় এক ক্লাবের সমর্থকের ফোন ভেঙে নির্বাসন! নানা বিতর্কে জড়িয়েছেন। কাতার বিশ্বকাপেও তাই। বিতর্ক তাড়া করেছিল সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পরও। প্রথম কয়েক ম্য়াচে তাঁর পারফরম্য়ান্সের পর ক্লাবের ডিরেক্টরও তুলোধনা করেছিলেন। অনবদ্য পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছিলেন। হ্যারি ব্রুকের পরিস্থিতিও যেন তাই। অনবদ্য শতরানে সকলকেই যেন জবাব দিলেন। ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন। কী বলছেন হ্য়ারি? বিস্তারিত TV9Bangla-য়।
ইংল্য়ান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে একের পর বিধ্বংসী ইনিংস খেলেছেন তরুণ ব্য়াটার হ্য়ারি ব্রুক। আইপিএলে নিলামে তাঁকে নিয়ে প্রচুর আলোচনা হয়। মিনি অকশন টেবলে ঝড় ওঠে। শেষ অবধি সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ১৩ কোটি টাকার বেশি দামে কেনে। প্রথম তিন ম্যাচে তাঁর স্কোর ১৩, ৩ এবং ১৩। শুরুর দিকে মিডল অর্ডারে ব্যাট করানো হচ্ছিল। গত ম্য়াচে তাঁকে ওপেনিংয়ে নামানো হয়। তাতেও লাভ হয়নি। ইডেনে ওপেন করলেন এবং বিধ্বংসী একটা ইনিংস। ব্য়ক্তিগত ৪৫ রানে নিজের বোলিংয়ে তাঁর ক্য়াচ ফেলেছিলেন সূয়াশ। সুযোগটা খুব ভালো ভাবেই কাজে লাগান। সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৪ উইকেটে ২২৯ রান তোলে। ৫৫ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস হ্যারি ব্রুকের।
দিনের খেলার শেষে হ্যারি ব্রুক বলেন, ‘ইডেনের পরিবেশে আমি মুগ্ধ। এই রাতটা আমার কাছে স্পেশাল। ম্যাচ জেতায় আরও ভালো লাগছে।’ টপ অর্ডারে ফিরেই কি সুবিধা হয়েছে? হ্যারির কথায়, ‘অনেকেই বলে এই মাঠ ব্য়াটিংয়ের জন্য় সেরা জায়গা। টিমের প্রত্য়াশা পূরণ করতে পেরে ভালো লাগছে। আমার সেরা পারফরম্যান্সের তালিকায় এই ইনিংসও থাকবে।’ এরপরই যোগ করেন, ‘ইনিংসে বরুণ চক্রবর্তীর একটা ডেলিভারি খেলছিলাম, গ্যালারি হঠাৎ গর্জন করে উঠল। প্রথম দিকের ম্যাচগুলিতে আমি হয়তো বাড়তি চাপ নিয়ে ফেলছিলাম। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছিল, রাবিশ প্লেয়ার। তারাই হয়তো এখন বলবে, খুব ভালো খেলেছো। বরুণের সময়ও কোনও কথা কানে না নেওয়ার মতো মোডে ছিলাম।’