ICC ODI World Cup 2023: বাঁ দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ডাইভিং ক্যাচ, রাহুলের কিপিং দেখলে হতবাক হয়ে যাবেন!
K L Rahul: ৩৩ ওভারের মাথায় বাংলাদেশের ঝুলিতে ১৬৩ রান। উইকেট হারিয়েছে ৪ টি। তানজিদ হাসান, লিটন দাস,নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ একে-একে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। এখন টাইগারদের হাতের পাঁচ মাহমুদুল্লা রিয়াদ ও তৌহিদ হৃদয়। ম্যাচ ঘোরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে আজকের আগ্রাসী ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে বেগ হতে হচ্ছে টাইগারদের।
পুনে: বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই আজ দুরন্ত ফর্মে ভারত। পড়শি দেশকে এক বিন্দু জায়গা ছাড়ছেন না রোহিত শর্মারা (Rohit Sharma)। বোলিং থেকে ফিল্ডিং সবেতেই ধারালো পারফরম্যান্স ভারতীয় শিবিরের। বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে প্রথম দিনই ব্য়াটে কামাল দেখিয়েছিলেন লোকেশ রাহুল (Lokesh Rahul)। বাকি ছিল কিপিং। তাতেও একশোয়-একশো পেলেন তিনি। মেহেদি হাসান মিরাজের অনবদ্য় ক্য়াচ নিয়ে এখন চর্চায় রাহুল। কেমন ছিল রাহুলের সেই ক্য়াচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
২৫ ওভারের মাথায় ভারতকে মিরাজের উইকেট এনে দেন রাহুল। মহম্মদ সিরাজের লেন্থ বল। লেগ স্টাম্পের বাইরে। ছাড়লে ওয়াইডও হতে পারত। সেই বলেই সিরাজ ফাঁসালেন মিরাজকে। আর তাতেই এল উইকেট। বলা ভালো, উইকেট এনে দিলেন রাহুল। লেগ সাইডে এই ডেলিভারি ফ্লিক করতে চেয়েছিলেন মেহদি হাসান মিরাজ। যদিও তা ব্যাট ছুঁয়ে পিছনে যায়। বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে চোখ ধাঁধানো ক্যাচ লোকেশ রাহুলের। আফগানিস্তানের বিরুদ্ধে মিচেল স্যান্টনারের ক্যাচ এই বিশ্বকাপের অন্যতম সেরার তালিকায় ছিল। রাহুলের এই ক্যাচ তালিকায় উপরেই জায়গা করে নেবে। বাঁ হাতে (কিপারের ক্ষেত্রে যা রং হ্যান্ড) ক্যাচ, তাও আবার শূন্যে শরীর ছুড়ে এক হাতে তা নেওয়া, এক কথায় দুর্দান্ত। স্পেশালিস্ট কিপার না হয়েও বিশ্বকাপে দলকে ভরসা দিচ্ছেন রাহুল। উইকেটের পিছনে যদি তিনি সাফল্য না পেতেন, তা হলে টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়ত।
৩৩ ওভারের মাথায় বাংলাদেশের ঝুলিতে ১৬৩ রান। উইকেট হারিয়েছে ৪ টি। তানজিদ হাসান, লিটন দাস,নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ একে-একে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। এখন টাইগারদের হাতের পাঁচ মাহমুদুল্লা রিয়াদ ও তৌহিদ হৃদয়। ম্যাচ ঘোরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে আজকের আগ্রাসী ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে বেগ হতে হচ্ছে টাইগারদের।