Mayank Yadav: গতিতে প্রেম, আইপিএলের ওয়ান্ডার বয় মায়াঙ্ক যাদবের আদর্শ কে জানেন?
IPL 2024: ছেলেবেলা থেকেই দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) পছন্দ রকেট, বিমান, সুপারবাইক। যাঁর প্রভাব তাঁর ক্রিকেট কেরিয়ারেও পড়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রকেট গতিতেই বল করেছেন মায়াঙ্ক। আর তাতেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। আইপিএলের নতুন ওয়ান্ডার বয় এই মায়াঙ্ক যাদবের আদর্শ কে জানেন?
কলকাতা: গতি তাঁর বরাবরই প্রিয়। সেই গতিকেই তাই তিনি নিজের সেরা ও পছন্দের অস্ত্র বানিয়েছেন। ছেলেবেলা থেকেই দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) পছন্দ রকেট, বিমান, সুপারবাইক। যাঁর প্রভাব তাঁর ক্রিকেট কেরিয়ারেও পড়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রকেট গতিতেই বল করেছেন মায়াঙ্ক। আর তাতেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। আইপিএলের নতুন ওয়ান্ডার বয় এই মায়াঙ্ক যাদবের আদর্শ কে জানেন?
ঘরের মাঠে মরসুমের প্রথম জয় পাওয়ার পর লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব জানিয়েছেন, প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইনকে দেখে তাঁর বেড়ে ওঠা। তিনি বলেন, ‘একজন জোরে বোলারকে দেখেই আমি বড় হয়েছি। তিনি হলেন ডেল স্টেইন। আমার আদর্শ। তাঁকে দেখেই আমি শিখেছি।’
বছর ২১ এর মায়াঙ্ক যাদব যাঁকে আদর্শ মানেন, সেই ডেল স্টেইনও শনি-রাতে আইপিএল ম্যাচে দেখেছেন তাঁর বোলিং। সোশ্যাল মিডিয়া সাইট X এ প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন লিখেছেন, ‘১৫৫.৮ কিমি/ঘণ্টা, মায়াঙ্ক যাদব তুমি কোথায় লুকিয়ে ছিলে!’ ডেল স্টেইনের এই বার্তা থেকেই বোঝা যাচ্ছে মায়াঙ্কের গতিতে তিনি মুগ্ধ হয়েছেন। দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা মায়াঙ্কের প্রশংসা করেছেন।
155,8 KPH
Mayank Yadav where have you been hiding!
— Dale Steyn (@DaleSteyn62) March 30, 2024
গতির প্রতি প্রেম তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসকে হারানোর পর মায়াঙ্ক যাদব সাংবাদিক সম্মেলনে বলেন, ‘গতি আমাকে সব সময় উত্তেজিত করে। তবে সেটা শুধু ক্রিকেটেই নয়, সাধারণ জীবনেও। রকেট, প্লেন বা সুপারবাইক আমাকে উত্তেজিত করে। এটা বলতে পারি যে, ছোটবেলা থেকেই জেটের গতি আমাকে অনুপ্রাণিত করত।’
ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘মায়াঙ্ক যাদব ১৫৫ কিমি/ঘণ্টা গতিতে বল করেছে। ইয়ান বিশপ খুশি হবেন। একজন জোরে জোরে জোরে জোরে জোরে বোলার!!!!!!’
Mayank Yadav bowling 155kph!!!!! @irbishi will be happy! A fast fast fast fast fast bowler!!!!!
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
— Kevin Pietersen🦏 (@KP24) March 30, 2024
ভারতের প্রাক্তন তারকা হরভজন সিং সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘মায়াঙ্ক যাদব, এক অসাধারণ প্রতিভা (গতি ১৫৬)… ওকে বল করতে দেখে দারুণ লাগছে। আশা করি ওকে এভাবেই আরও অনেক ম্যাচ খেলতে দেখতে পাব। এবং ভারতীয় দলের হয়েও ওকে খেলতে দেখব।’
Mayank Yadav what a Talent (speed 156 ) .. Great to see him bowl and wish to see him playing more and more and soon for Team India #Mayankyadav
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 30, 2024