MS Dhoni: সিএসকে জার্সিতে চিপকে ধোনির শেষ ম্যাচ! ফ্যানরা বলছেন, ‘আভি না যাও ছোড় কর’
CSK, IPL 2024: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চিপকে রবিবাসরীয় আইপিএল ম্যাচে জিতেছে চেন্নাই সুপার কিংস। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হল চেন্নাই সুপার কিংসের। এ বারের আইপিএলে চিপকে শেষ ম্যাচ খেলে নিল সিএসকে। আর তাতে ব্যাটিং পেলেন না মহেন্দ্র সিং ধোনি।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যখন মাঠে নামেন, তিনিই থাকেন মধ্যমণি। চিপকে চলতি আইপিএলের শেষ হোম ম্যাচ খেলল চেন্নাই সুপার কিংস। টস হেরেছিলেন সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ম্যাচ হারেননি। বরং জিতিয়েছেন। আর ধোনি? তিনি তো ব্যাট হাতে নামলেনই না। ব্যাটিংয়ে নামার জন্য ধোনি অবশ্য তৈরি ছিলেন। কিন্তু তাঁকে নামতে হয়নি। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ও সমীর রিজভি মিলে রাজস্থানের বিরুদ্ধে ২ পয়েন্ট নিয়ে এসেছেন সিএসকের (CSK) জন্য। এ বার সকলের একটাই প্রশ্ন। চিপকে হলুদ জার্সিতে ধোনি কি আইপিএলের শেষ ম্যাচ খেলে নিলেন?
মাহি পঁচিশের আইপিএলে খেলবেন কিনা, তা কেউ জানেন না। জানেন শুধু ধোনি। এই পরিস্থিতিতে ১৭তম আইপিএলে সিএসকের শেষ হোম ম্যাচ হয়ে গেল। যেখানে রাজস্থানের ইনিংসের পুরো ২০ ওভার উইকেটকিপিং করেছেন ধোনি। কিন্তু ব্যাটিংয়ে নামলেন না। সেই দিক থেকে দেখতে হলে এ বারের মতো চিপকে ধোনি শেষ ম্যাচ খেলে নিলেন। কিন্তু আইপিএলের কমেন্ট্রি বক্সে বসে তাঁর পরম বন্ধু সুরেশ রায়না অবশ্য এই কথায় সম্মতি দিলেন না।
All I wanna say to Mahi after IPL 2024 is..
“Abhi na jao chod kar.. Ki dil abhi bhara nahi!!”🥲
– MS Dhoni’s fan for life!!💛#MSDhoni #IPL2024 #CSK #MSDhoni𓃵 pic.twitter.com/CvikPTh3Nc
— Nisha Rose🌹 (@JustAFierceSoul) May 12, 2024
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘুরছে। যেখানে কমেন্ট্রি বক্সে এক ধারাভাষ্যকার সুরেশ রায়না প্রশ্ন করেন, ‘ধোনি কি চিপকে শেষ ম্যাচ খেলে ফেললেন?’ উত্তরে সুরেশ রায়না এক মুহূর্তও সময় নষ্ট না করে বলেন, ‘একেবারেই নয়।’ এরপর রায়নার পাশাপাশি কমেন্ট্রি বক্সে থাকা বাকি ২ ধারাভাষ্যকারও হেসে ওঠেন।
Is this MS Dhoni last game in Chepauk?
Raina – ‘Definitely not’ 💛 pic.twitter.com/NoeIKcc3H5
— Dhoni Tharane 5️⃣ 🦁 (@Tharane__Talks) May 12, 2024
এ বারের আইপিএলের ফাইনাল ২৬ মে। তা হবে চিপকে। যদি চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের ফাইনালে ওঠে, তা হলে আবার ধোনিকে চিপকে হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে। ধোনির সকল অনুরাগী অবশ্য সেটাই চান। তাঁরা মাহিকে বছরের পর বছর খেলতে দেখতে চান। একাধিক প্রজন্ম ধোনির ফ্যান। তা ফের একবার প্রমাণিত হল। রবিবার চিপকে সিএসকে-রাজস্থান আইপিএল ম্যাচে হাউসফুল গ্যালারিতে এক প্ল্যাকার্ড নজর কেড়েছে। যেখানে লেখা, ‘৩ প্রজন্ম ধোনির ফ্যান। দাদি, ড্যাড, ডটার (দিদা, বাবা, মেয়ে)।’
Dhoni is an emotion to all in every generation 🌟 pic.twitter.com/mIiq1i9tdH
— Johns. (@CricCrazyJohns) May 12, 2024