MS Dhoni: ‘ও আমিষ খেত, আমার জন্য ১ মাস নিরামিষ খেয়েছিল’ ধোনির রুমমেট শোনালেন ২০ বছর আগের অজানা গল্প

কেরিয়ারের শুরুর দিনগুলো কেমন ছিল মহেন্দ্র সিং ধোনির? ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, যিনি প্রায় ২০ বছর আগে ২০০৪ সালে মাহির রুমমেট ছিলেন, এই বিষয়ে অজানা নানা কথা শেয়ার করেছেন।

MS Dhoni: 'ও আমিষ খেত, আমার জন্য ১ মাস নিরামিষ খেয়েছিল' ধোনির রুমমেট শোনালেন ২০ বছর আগের অজানা গল্প
MS Dhoni: 'ও আমিষ খেত, আমার জন্য ১ মাস নিরামিষ খেয়েছিল' ধোনির রুমমেট শোনালেন ২০ বছর আগের অজানা গল্প Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Sep 16, 2024 | 7:47 AM

কলকাতা: মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক বলা হয়। মাহির নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ওডিআই বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এ ছাড়াও ধোনিকে আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কদের একজনও বলা হয়। কারণ মাহির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার আইপিএল খেতাব জিতেছে। এত সাফল্যে মোড়ানো ধোনির (MS Dhoni) ক্রিকেট কেরিয়ার। কিন্তু কেরিয়ারের শুরুর দিনগুলো কেমন ছিল তাঁর? ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, যিনি প্রায় ২০ বছর আগে ২০০৪ সালে মাহির রুমমেট ছিলেন, এই বিষয়ে অজানা নানা কথা শেয়ার করেছেন।

আকাশ চোপড়া জানান যে সময় ধোনি তাঁর রুমমেট ছিল, এবং মানুষ হিসেবে রাঁচির ছেলে কেমন ছিল। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, ‘২০০৪ সালে, ভারতীয় এ দল জিম্বাবুয়ে এবং কেনিয়া সফর করেছিল। ততদিনে আমি ভারতের হয়ে খেলেছি। বেঙ্গালুরুতে আমাদের একটা শিবির ছিল। যখন আমি হোটেলে পৌঁছালাম, আমাকে বলা হল যে মহেন্দ্র সিং ধোনি আমার রুমমেট। জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছেন? জানতে পারি রাঁচি থেকে। আমি তাঁর সম্পর্কে শুনেছিলাম তখন। আমি আসলে ওকে দেওধর ট্রফিতে কয়েকটি ঘরোয়া ম্যাচ খেলতে দেখেছিলাম, তার থেকে বেশি কিছু নয়। তবে ওর সঙ্গে আমি কখনওই কথা বলার সুযোগ পাইনি। বেঙ্গালুরুতে আমরা প্রায় এক মাস রুমমেট ছিলাম। আর ধোনি সম্পূর্ণ আলাদাই ছিল।’

২২ গজ ছাড়া মাহি বড়ই আনমনা, এমনটাই ফুটে উঠেছে আকাশ চোপড়ার কথায়। তিনি বলেন, ‘ওর অনেক বার ফোন বেজে উঠত, কিন্তু ও কখনও উত্তর দিত না। যখন আমি ওকে জিজ্ঞাসা করি যে ও কখন ঘুমোয়, উত্তরে বলে যে আপনি যখন ইচ্ছে হবে লাইট বন্ধ করতে পারেন। এ ছাড়াও, মাহি নন-ভেজ খেত। কিন্তু আমি নিরামিষাশী ছিলাম। আমি যখন ওকে জিজ্ঞাসা করি যে কী খেতে চায়, ও জানায় তোমার যা খেতে ভালো লাগে। ও কখনওই রুম সার্ভিসের জন্য ডাকত না। খুব লাজুক ছিল। আমার জন্য পুরো এক মাস নিরামিষ খাবারও খেয়েছিল।’