Ranji Trophy, Round Up: ইনিংসে জিতল রাহানের মুম্বই, পিচ বিতর্ক মিটল না
Ranji Trophy 2022-23:অসমের শুরুটা ভালো না হলেও দারুণ ভাবে ম্য়াচে ফেরে। ঋষভ দাস ১৬০ এবং অভিজ্ঞ গোকুল শর্মা ১৪০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে মুক্তার হোসেন ৫৪ বলে ৪০ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে লিড নেওয়ার অপেক্ষায় অসম। হাতে এখনও ২ উইকেট রয়েছে।
মুম্বই : কর্নল সিং স্টেডিয়ামের পিচ বিতর্ক মিটল না। রঞ্জি ট্রফি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলছে। অন্যান্য় ভেনুতে ম্যাচ চললেও দ্বিতীয় দিন স্থগিত করা হয় পঞ্জাব বনাম রেলওয়েজ ম্যাচ। খেলার উপযুক্ত নয় পিচ। এমনটাই জানিয়েছিলেন ম্যাচ অফিসিয়ালরা। কথা ছিল, বৃহস্পতিবার নতুন পিচে খেলা হবে এবং দু-দিনের ম্যাচ হবে। পিচ বদলেও পরিস্থিতি খুব একটা বদলাল না। বিতর্কের কেন্দ্রে থাকল দিল্লির কর্নল সিং স্টেডিয়ামের পিচ। রঞ্জি ট্রফিতে বাকি অন্যান্য় ম্য়াচের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।
রেলওয়েজের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব। সিদ্ধার্থ কউলের তিন উইকেটের ধাক্কা। এ দিন মাত্র ৩২ ওভার খেলা সম্ভব হয়েছে। রেলওয়েজ ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৫৯ রান। পিচ বদলেও চিত্রটা যে একই রয়েছে স্কোরবোর্ডেই তা পরিষ্কার। আগে যে পিচে খেলা হয়েছিল, ১০৩ ওভারে পড়েছিল ২৪ উইকেট। এর মধ্যে ২০টি উইকেটই পেসারদের ঝুলিতে। একই জায়গায় পড়ে বল কখনও গোড়ালির উচ্চতায় উঠছিল আবার কখনও বুকের উচ্চতায়। নতুন পিচে এ দিন খেলা শুরু হয় দুপুর ২টো নাগাদ। এই মাঠে আদৌ রঞ্জি ম্যাচ দেওয়া উচিত কী না, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও নির্বাসনের কবলে পড়েছিল এই ভেনু। ম্যাচ রেফারির রিপোর্টের পর এ বারও এমনকিছু হলে অবাক হওয়ার নেই।
অন্য় ম্যাচে, হায়দরাবাদকে ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্য়বধানে হারিয়েছে মুম্বই। অজিঙ্ক রাহানের ডাবল সেঞ্চুরি, যশস্বী জয়সোয়াল, সরফরাজ খানের সেঞ্চুরি এবং সূর্যকুমার যাদবের বিধ্বংসী ৯০ রানের সৌজন্য়ে প্রথম ইনিংসে ৬৫১-৬ স্কোরে ডিক্লেয়ার দেয় মুম্বই। জবাবে হায়দরাবাদের প্রথম ইনিংস শেষ ২১৪ রানে। ফলো অন খেয়ে দ্বিতীয় ইনিংসে হায়দরাবাদ মাত্র ২২০ রান করে। দিল্লি বনাম অসম ম্যাচ জমে উঠেছে। ধ্রুব শোরের (২৫২) অপরাজিত ডাবল সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৪৩৯ রান করে দিল্লি। অসমের শুরুটা ভালো না হলেও দারুণ ভাবে ম্য়াচে ফেরে। ঋষভ দাস ১৬০ এবং অভিজ্ঞ গোকুল শর্মা ১৪০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে মুক্তার হোসেন ৫৪ বলে ৪০ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে লিড নেওয়ার অপেক্ষায় অসম। হাতে এখনও ২ উইকেট রয়েছে।