Ranji Trophy: রঞ্জিতে জ্বলে উঠল পৃথ্বী-পূজারার ব্যাট, টানা তৃতীয় সেঞ্চুরি দেবদত্তর
শোনা গিয়েছে, ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণকে রঞ্জিতে খেলে দলে ফেরার কথা জানানো হয়েছিল। অবশ্য ঈশান রঞ্জির দরজায় পা দেননি। কিন্তু পূজারা-পৃথ্বীরা সেই সুযোগের সদ্ব্যবহার করছেন। চোট সারিয়ে রঞ্জির আঙিনায় দীর্ঘদিন পর ফিরেছেন পৃথ্বী। কামব্যাক ম্যাচে রান পাননি। এ বার পেলেন।
কলকাতা: রঞ্জি খেলো, ভারতীয় টিমে সুযোগ পাও… ক্রিকেট মহলের মতে এই বার্তা অনেকটা সিরিয়াস নিয়েছেন চেতেশ্বর পূজারা, পৃথ্বী শ-র মতো তারকারা। শোনা গিয়েছে, ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণকে রঞ্জিতে খেলে দলে ফেরার কথা জানানো হয়েছিল। অবশ্য ঈশান রঞ্জির দরজায় পা দেননি। কিন্তু পূজারা-পৃথ্বীরা সেই সুযোগের সদ্ব্যবহার করছেন। চোট সারিয়ে রঞ্জির আঙিনায় দীর্ঘদিন পর ফিরেছেন পৃথ্বী। কামব্যাক ম্যাচে রান পাননি। এ বার পেলেন। ছত্তীশগড়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। একই দিনে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) রাজস্থান বনাম সৌরাষ্ট্রের ম্যাচে শতরান হাঁকিয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। একইসঙ্গে উল্লেখ করতে হয় কর্নাটকের তরুণ ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কালের (Devdutt Padikkal) কথাও। রঞ্জিতে বিধ্বংসী ছন্দ ধরে রেখেছেন দেবদত্ত। জানুয়ারি মাস থেকে ধরলে এই নিয়ে টানা ৩টি সেঞ্চুরি করলেন ২৩ বছর বয়সী দেবদত্ত।
রঞ্জি ট্রফিতে ট্রিপল ধামাকা, কাকে ছেড়ে কাকে দেখবেন বোঝাই দায়…
- পূজারার কামাল – ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩টি টেস্টের দল এখনও ঘোষণা হয়নি। তার আগে সেঞ্চুরি হাঁকিয়ে চেতেশ্বর পূজারা খানিকটা নির্বাচকদের চাপে রাখার চেষ্টায় সফল হলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬২তম শতরান করলেন পূজারা। রাজস্থানের বিরুদ্ধে সওয়াই মানসিং স্টেডিয়ামে ৪ নম্বরে নেমেছিলেন পূজারা। ১৯৯ বলে শতরানে পৌঁছান পূজারা। ৩৬ বছর বয়সী ভারতীয় কারকা ২৩০ বলে ১১০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন। এই ইনিংসে ছিল ৯টি চার। চলতি রঞ্জি মরসুমে এটি পূজারার দ্বিতীয় সেঞ্চুরি। এই ইনিংস দিয়ে পূজারা প্রমাণ করেছেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্র ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৪২ রান।
- পৃথ্বীর কামব্যাক সুপারহিট – শহীদ বীর নায়ারণ সিং স্টেডিয়ামে ছত্তীশগড়ের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ১৮৫ বলে ১৫৯ রান করেন। রানে ফেরার জন্য মরিয়া হয়ে ছিলেন পৃথ্বী। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৮টি চার ও ৩টি ছয় দিয়ে। ২৬ বছর বয়সী পৃথ্বী এ বারের রঞ্জিতে দ্বিতীয় ম্যাচে নেমেছেন। এর আগে বাংলার বিরুদ্ধে কামব্যাক ম্যাচে ৩৫ রানে আউট হয়েছিলেন। পৃথ্বীর ছন্দে ফেরার দিনে অবশ্য ফিকে রইল অজিঙ্ক রাহানের ব্যাট। ছত্তীশগড়ের বিরুদ্ধে মাত্র ১ রান করে আউট হয়েছেন রাহানে। প্রথম দিনের শেষে মুম্বই ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩১০ রান।
- সেঞ্চুরির ধারা বজায় রেখেছেন দেবদত্ত – এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তামিলনাড়ুর বিরুদ্ধে ১৩১ বলে ১০২ রানে পৌঁছান দেবদত্ত পাড়িক্কাল। সেঞ্চুরির পথে দেবদত্তর ব্যাটে এসেছিল ৮টি চার ও ৫টি ছয়। প্রথম দিনের শেষে ২১৬ বলে ১৫১ রানে অপরাজিত রয়েছেন দেবদত্ত। এখনও অবধি তাঁর ব্যাটে এসেছে ১২টি চার ও ৬টি ছয়। উল্লেখ্য, কর্নাটকের ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল অসুস্থতার কারণে আগের ম্যাচে খেলেননি। এই ম্যাচে তাঁর ব্যাটে এসেছে ২০ রান। প্রথম দিনের শেষে কর্নাটক ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৮৮ রান।