Murali Vijay: মুম্বইয়ের লোকরা অন্যদের ভালো দেখতে পারে না, টুইটারে কার বিরুদ্ধে তোপ মুরলী বিজয়ের?

হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে বদলানোর তালিকায় মুরলীকে শীর্ষে দেখে কিছুটা অবাক হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

Murali Vijay: মুম্বইয়ের লোকরা অন্যদের ভালো দেখতে পারে না, টুইটারে কার বিরুদ্ধে তোপ মুরলী বিজয়ের?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 6:47 PM

নাগপুর: ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘটনার সূত্রপাত। খেলা চলাকালীন এক পরিসংখ্যানে দেখানো হয় যে, তালিকার শীর্ষে রয়েছেন মুরলী বিজয় (Murali Vijay)। কনভার্সন রেট হল, কোনও ব্যাটারের অর্ধ শতরান থেকে শতরানে পরিণত করার হার। মুরলী কিন্তু একটা সময় বেশ সফল ব্যাটার ছিলেন। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি। যে কারণে জাতীয় টিম থেকে বাদ পড়ে গিয়েছিলে। আর তাই ভারতীয় টিমে প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা না দেখে অবসর নিয়ে নিয়েছেন। মুরলীর ইচ্ছে, বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা। বিস্তারিত TV9 Bangla-য়।

হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে বদলানোর তালিকায় মুরলীকে শীর্ষে দেখে কিছুটা অবাক হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। সে সময় তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন। এই অবাক হওয়া নিয়েই টুইট করেন বিজয়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন “মুম্বইয়ের কিছু প্রাক্তন প্লেয়ার কখনওই দক্ষিণী ক্রিকেটারদের প্রসংশা করতে পারেন না।”

প্রকাশিত পরিসংখ্যানের তালিকায় মুরলী বিজয়ের পরে নাম রয়েছে মহম্মদ আজহারউদ্দিন, পলি উম্রিগর, রোহিত শর্মা এবং বিরাট কোহলির। মঞ্জরেকারকে ট্যাগ করে মুরলী প্রথম টুইটটি করেন। তারপর এই প্রশংসা করাতে এত কার্পণ্য কেন, তা নিয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন। ভারতের প্রাক্তন এই ডানহাতি ব্যাটার এ বছরই গত ৩০শে জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। দেশের হয়ে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পার্থে জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলেছেন মুরলী বিজয়। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ৬১টি টেস্ট, ১৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৯টি টি২০ ম্যাচ খেলেছেন। ৬১ টি টেস্ট ৩৮.২৮ এর গড় রেখে মোট ৩৯৮২ রান করেন তিনি। পাশাপাশি ১২টি শতরান এবং ১৫টি অর্ধ শতরান করেন। ১৭টি ওয়ান ডে ম্যাচে ৩৩৯ রান করেছেন, ৭টি টি-২০তে রয়েছে ১৬৯ রান।