IND vs AUS, BGT 2023: সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের মুখের মতো জবাব রোহিতের, দ্বিতীয় দিনের শেষে ভারত ৩২১/৭

India vs Australia: নাগপুরে প্রথম টেস্টের দ্বিতীয় দিন তিনটি সেশনে ২টি করে উইকেট পেয়েছে অস্ট্রেলিয়া।

IND vs AUS, BGT 2023: সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের মুখের মতো জবাব রোহিতের, দ্বিতীয় দিনের শেষে ভারত ৩২১/৭
সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের মুখের মতো জবাব রোহিতের, দ্বিতীয় দিনের শেষে ভারত ৩২১/৭Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 8:34 PM

নাগপুর: বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্ট চলছে নাগপুরে। যেখানকার পিচ মারাত্মক খারাপ বলে, বার বার আঙুল তুলেছে অজি মিডিয়া। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স থেকে শুরু করে প্রাক্তন অজি ক্রিকেটাররাও পিচ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। সেই সকল প্রশ্নই সপাটে মাঠের বাইরে ছুড়ে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নাগপুর টেস্টের প্রথম দিন ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান স্কোরবোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতের প্রাপ্তি রোহিত শর্মার সেঞ্চুরি, রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেলের হাফসেঞ্চুরি। নাগরুর টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩২১। ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ রিপোর্ট পড়ুন TV9Bangla-য়।

৭৭-১ থেকে দ্বিতীয় দিন শুরু করে শেষ অবধি ভারত স্কোরবোর্ডে ৩২১-৭ তুলে মাঠ ছাড়ল। প্রথম দিন ওপেনার কেএল রাহুলের উইকেট তুলে নেন টড মার্ফি। দ্বিতীয় দিন প্রথম সেশনে প্রথম ধাক্কা দেন অজি টিমের তুরুপের তাস টড মার্ফিই। নাইটওয়াচম্যান হিসেবে প্রথম দিনের শেষে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিন শুরুতেই তাঁর উইকেট হারায় ভারত। ২৩ রান করে মাঠ ছাড়েন অশ্বিন। অজি দলের হয়ে ডেবিউ ম্যাচ খেলতে নামা অফ-স্পিনার টড মার্ফি ভারতের টপ অর্ডারের চারটি উইকেটই ঝুলিতে ভরেছেন মার্ফি। প্রথম দিন পাঁচ উইকেট নিয়েছিলেন জাডেজা। দ্বিতীয় দিন ৫ উইকেট নিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা টড মার্ফি। রাহুল ছাড়া রবিচন্দ্রন অশ্বিন (২৩), চেতেশ্বর পূজারা (৭), বিরাট কোহলি (১২) এবং ভারতের হয়ে ডেবিউ টেস্ট খেলতে নামা কোনা শ্রীকর ভরতের (৮) উইকেট তুলে নিয়েছেন টড মার্ফি।

লাঞ্চ ব্রেকের পর প্রথম বলেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। দারুণ ক্যাচ নেন অ্যালেক্স কারি। এরপর মাঠে নামেন ডেবিউ ম্যাচ খেলতে নামা সূর্যকুমার যাদব। টেস্ট অভিষেক ম্যাচে দাগ কাটতে পারেননি স্কাই। ৮ রান করেন তিনি। নাথান লিয়ঁ ফেরান সূর্যকে। এর পর ষষ্ঠ উইকেটে রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা জুটি বেঁধে তোলেন ৬১ রান।

প্রায় দেড় বছর পর টেস্টে তিন অঙ্কের রান পেলেন রোহিত। ১৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ভারত অধিনায়ক। টি ব্রেকের পর মাঠে ফিরে বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। ১২০ রান করে উইকেট অজি অধিনায়ক প্যাট কামিন্সকে উইকেট দিয়ে বসেন রোহিত। তিনি ফিরলে মাঠে আসেন উইকেটকিপার-ব্যাটার কোনা শ্রীকর ভরত। ডেবিউ টেস্টে তিনিও নজর কাড়তে পারলেন না। এরপর অষ্টম উইকেটে জাডেজা এবং অক্ষর প্যাটেল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৮১* রান। দ্বিতীয় দিনের শেষবেলায় ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন জাডেজা ও অক্ষর। ৬৬ রানে অপরাজিত রয়েছেন জাডেজা এবং ৫২ রানে অপরাজিত রয়েছেন অক্ষর। অজিদের হয়ে এখনও অবধি সর্বাধিক (৫টি) উইকেট নিয়েছেন টড মার্ফি। ১টি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ও নাথান লিয়ঁ।