Mushfiqur Rahim: টাইমড আউট বিদ্রুপের বদলা! মুশফিকের উদযাপন টক অব দ্য বাংলাদেশ

Bangladesh Helmet Celebration: বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়েছিল গত ওয়ান ডে বিশ্বকাপের একটি ঘটনা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করেছিল বাংলাদেশ। কেউ আউট হলে নতুন ব্যাটার ক্রিজে প্রথম বল ফেস করার জন্য একটা সময় দেওয়া হয়। বিশ্বকাপে তিন মিনিট সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অ্যাঞ্জেলো ম্যাথুজ সেই সময়ের মধ্যেই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু...।

Mushfiqur Rahim: টাইমড আউট বিদ্রুপের বদলা! মুশফিকের উদযাপন টক অব দ্য বাংলাদেশ
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 3:51 PM

ঢাকা: বিশ্ব ক্রিকেটে যে দুই দেশের লড়াইয়ের জন্য মুখিয়ে থাকে সকলেই, তা হল ভারত-পাকিস্তান। তেমনই চিরপ্রতিদ্বন্দ্বিতা রয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের। সে কারণেই অ্যাসেজ সিরিজ বরাবর উপভোগ্য হয়ে ওঠে। আকর্ষণীয় লড়াইয়ের তালিকায় ঢুকে পড়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশও। সেটা শুরু হয়েছিল নাগিন ডান্স দিয়ে। ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে নতুন মাত্রা যোগ হয়েছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলল বাংলাদেশ। আর সেখানেই শ্রীলঙ্কার বিদ্রুপের জবাব দিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্য়াটার মুশফিকুর রহিম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়েছিল গত ওয়ান ডে বিশ্বকাপের একটি ঘটনা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করেছিল বাংলাদেশ। কেউ আউট হলে নতুন ব্যাটার ক্রিজে প্রথম বল ফেস করার জন্য একটা সময় দেওয়া হয়। বিশ্বকাপে তিন মিনিট সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অ্যাঞ্জেলো ম্যাথুজ সেই সময়ের মধ্যেই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু…।

অ্যাঞ্জেলো ম্যাথুজ স্টান্স নেওয়ার আগে খেয়াল করেন তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া। দ্রুত ড্রেসিংরুমে ইশারা করেন হেলমেট পরিবর্তনের জন্য। সময় পেরিয়ে গিয়েছে। বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান আম্পায়ারকে টাইমড আউটের আবেদন করেছিলেন। নিয়ম মেনেই অ্যাঞ্জেলো ম্যাথুজকে আউট দিয়েছিলেন আম্পায়ার। যদিও প্রশ্ন উঠেছিল সাকিব আল হাসানের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে।

শ্রীলঙ্কা ক্রিকেট দল সেই ঘটনা থেকে বেরোতে পারেনি। বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জেতে শ্রীলঙ্কা। পুরস্কার বিতরণে ঘড়িতে ট্যাপ করে টাইমড আউট সেলিব্রেশন করেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বাংলাদেশকে বিদ্রুপ করতেই ঘড়িতে ট্যাপ করা। সেই সেলিব্রেশন ভাইরাল হয়েছিল। বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, শ্রীলঙ্কার উচিত সেই ঘটনা থেকে বেরিয়ে আসা। শ্রীলঙ্কা ক্রিকেটারদের আচরণ ভালো ভাবে নেয়নি বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরস্কার বিতরণে বাংলাদেশ টিমের সকলেই দাঁড়িয়ে ফটোসেশনের জন্য। হঠাৎই দেখা অভিজ্ঞ কিপার ব্যাটার মুশফিকুর হেলমেট নিয়ে সকলকে বলছেন, সেটি ছেঁড়া। শ্রীলঙ্কাকে বিদ্রুপ করতেই তাঁর এই সেলিব্রেশন। বাংলাদেশ ক্রিকেটে আলোচনা এখন মুশফিকুরের এই সেলিব্রেশন ঘিরেই।