USA vs BAN: মুস্তাফিজুরের রেকর্ডে মান বাঁচল বাংলাদেশের!

Bangladesh Cricket: টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। প্রথম বার বিশ্বকাপ আয়োজনের সুযোগের পাশাপাশি টুর্নামেন্টে অভিষেকও হচ্ছে আমেরিকার। বিশ্বকাপের প্রস্তুতিতে আমেরিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলল বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু হয়। দ্বিতীয় ম্যাচে জয়ের সামনে থেকেও লোয়ার অর্ডার ব্যাটিং বিপর্যয়ে হার। সিরিজে ২-০ এগিয়ে ছিল আমেরিকা।

USA vs BAN: মুস্তাফিজুরের রেকর্ডে মান বাঁচল বাংলাদেশের!
Image Credit source: USA Cricket
Follow Us:
| Updated on: May 26, 2024 | 1:32 PM

আন্তর্জাতিক ক্রিকেটে বলতে গেলে ‘শিশু’, মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের কাছেই সিরিজ হার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চরম বিপর্যয় বাংলাদেশ ক্রিকেটে। এমনকি বাংলাদেশ সংবাদমাধ্যমে মজা করে লেখা হচ্ছে, কী কী কারণ দেখিয়ে বিশ্বকাপ না খেলেই ফিরে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম। আমেরিকার বিরুদ্ধেই যদি এই পারফরম্যান্স হয়, বিশ্বকাপের মঞ্চে কী হাল হতে পারে, এই ভেবেই যেন আতঙ্ক বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের। সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। তবে শেষ ম্যাচে ১০ উইকেটের জয়ে মানরক্ষা বাংলাদেশের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। প্রথম বার বিশ্বকাপ আয়োজনের সুযোগের পাশাপাশি টুর্নামেন্টে অভিষেকও হচ্ছে আমেরিকার। বিশ্বকাপের প্রস্তুতিতে আমেরিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলল বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু হয়। দ্বিতীয় ম্যাচে জয়ের সামনে থেকেও লোয়ার অর্ডার ব্যাটিং বিপর্যয়ে হার। সিরিজে ২-০ এগিয়ে ছিল আমেরিকা।

নিয়মরক্ষার তৃতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের কেরিয়ার সেরা বোলিংয়ে জিতল বাংলাদেশ। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করে আইপিএলে এ বার চেন্নাই সুপার কিংসে খেলা বাঁ হাতি পেসার মুস্তাফিজুর। ৪ ওভারে ১৮টি ডট বল। একটি মেডেন ওভার। মাত্র ১০ রান দিয়ে ৬ উইকেট নেন মুস্তাফিজুর। এটিই টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান। আমেরিকার ইনিংসে সর্বাধিক স্কোর আন্দ্রিয়েস গাউসের ২৭ রান। শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৪ রান করে আমেরিকা।

রান তাড়ায় দুর্দান্ত জুটি তানজিদ হাসান ও অভিজ্ঞ সৌম্য সরকারের। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিই ম্যাচ জেতায় বাংলাদেশকে। ১১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছয় তারা। তানজিদ ৪২ বলে ৫৮ এবং সৌম্য সরকার মাত্র ২৮ বলে ৪৩ রান করেন। বিশ্বকাপের প্রস্তুতিতে এরপর ভারতের বিরুদ্ধেও ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে বাংলাদেশের।