Sandeep Lamichhane: ধর্ষণকাণ্ডে ৮ বছরের জেল ও বিশাল জরিমানা নেপালের ক্রিকেটারকে
Nepal Cricketer Sandeep Lamichhane: এক কিশোরিকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সন্দীপ লামিছানের বিরুদ্ধে। এখন আর তা অভিযোগের জায়গায় নেই। ধর্ষণ প্রমাণিত হওয়ায় তাঁকে আট বছরের কারাদণ্ড এবং ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। লামিছানে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান। জামিনে ছাড়া পেলেও তাঁকে বিশাল অঙ্কের জরিমানাও করা হয়েছে। পাশাপাশি দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই সন্দীপ লামিছানের।
কলকাতা: নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানের কেরিয়ার শেষের পথে। তার কারণ অবশ্য মাঠের পারফরম্যান্স নয়। এক কিশোরিকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সন্দীপ লামিছানের বিরুদ্ধে। এখন আর তা অভিযোগের জায়গায় নেই। ধর্ষণ প্রমাণিত হওয়ায় তাঁকে আট বছরের কারাদণ্ড এবং ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। শুধু তাই নয়, ধর্ষিতার পরিবারকে ভারতীয় মুদ্রায় প্রায় ১.২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কাঠমাণ্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন সন্দীপ লামিছানে। নেপালকে নেতৃত্বও দিয়েছেন। যদিও ২০২২ সালে তাঁর কেরিয়ারে অন্ধকার নেমে আসে। ২০২২ সালের অগষ্টে এক কিশোরী অভিযোগ করেন, সন্দীপ লামিছানে তাঁকে একটি হোটেলে দেখা করতে বলে। এরপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে সেই কিশোরী। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর থানায় সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অনেক টালবাহানার পর সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সে সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন নেপালের এই ক্রিকেটার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পাল্টা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন সন্দীপ। ২০২২ সালের ৬ অক্টোবর দেশে ফিরতেই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে কাঠমান্ডু পুলিশ। গত বছর ৪ নভেম্বর কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট নির্দেশ দেয় সন্দীপ লামিছানেকে সুন্ধারার সেন্ট্রাল জেলে পাঠানোর। লামিছানে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান। জামিনে ছাড়া পেলেও তাঁকে বিশাল অঙ্কের জরিমানাও করা হয়েছে। পাশাপাশি দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই সন্দীপ লামিছানের।