Cricket Retro Story: ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন, কারারক্ষী থেকে ক্রিকেটার, নাগপুর হতাশা…

Greatest Moments on This Day: ইংল্যান্ড ক্রিকেট টিম ভারতে সফরে এসে হতাশ হয়েই ফেরে বারবার। ২০১২ সালে ইংল্য়ান্ডের নেতৃত্ব পেয়েই সেই অপেক্ষা দূর করেন অ্যালেস্টার কুক। তিনটি সেঞ্চুরি সহ ৫৬২ রান করেছিলেন অধিনায়ক অ্যালেস্টার কুক নিজেই। ২৮ বছর পর ভারতের মাটিতে আজকের দিনেই প্রথম বার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। ঘুম পাড়ানি শেষ ম্যাচটি হয়েছিল নাগপুরে। ২-১ এগিয়ে থাকায় ইংল্যান্ডের শুধু ড্র করলেই চলত।

Cricket Retro Story: ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন, কারারক্ষী থেকে ক্রিকেটার, নাগপুর হতাশা...
Image Credit source: TV9 Bangla Graphics
Follow Us:
| Updated on: Dec 17, 2023 | 10:00 AM

আ লেজেন্ড ওয়াজ বর্ন…। নাহ আজ তাঁর জন্মদিন নয়। তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তির ‘জন্ম’ এই দিনেই। বিষয়টা খাপছাড়া লাগছে! অন্য একটা বিষয় বলা যাক। রজনীকান্তের ‘জেলর’ সিনেমা দেখেছেন? জানেন, বিশ্ব ক্রিকেটে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি কারারক্ষী ছিলেন? আজ তাঁর জন্মদিন। তেমনই ভারতীয় ক্রিকেটের কিছুটা হতাশারও দিনও। ক্রিকেট ইতিহাসে আজকের দিনে এমন হাজারো ঘটনা রয়েছে। সব ঘটনা নিয়ে কথা বলা কঠিন। বরং আগের দিনের মতোই বাছাই করা পাঁচটি বিষয় নিয়ে কথা বলা যাক। বিস্তারিত জানতে TV9Bangla Sports-এর এই প্রতিবেদনটি একটু সময় খরচ করে পড়ুন। সোশ্যাল মিডিয়ার ভাষায় বলি, এই লেখাটা না হয় টাইমলাইনে থেকে যাক!

১৯৩৩- এ বারের ওয়ান ডে বিশ্বকাপে ওয়ান সেঞ্চুরির সংখ্যায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে সচিন করেছেন ৪৯টি সেঞ্চুরি। টেস্টের ইতিহাসে সেঞ্চুরির সংখ্যায় সকলের শীর্ষে সচিনই। কিন্তু জানেন কি ভারতের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি কে করেছিলেন? মুম্বইতে আজকের দিনেই সেই ইতিহাস হয়েছিল। তাঁকে আলিঙ্গন করতে মাঠে ঢুকে পড়েছিলেন ক্রিকেট প্রেমীরাও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। শেষ অবি ৯ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। তবে এই ম্যাচ ভারতীয়দের জন্য স্মরণীয়। ১১৭ মিনিট ক্রিজে কাটিয়ে ২১টি বাউন্ডারি সহ ১১৮ রানের ইনিংস খেলেছিলেন লালা অমরনাথ। ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন।

২০১২-ইংল্যান্ড ক্রিকেট টিম ভারতে সফরে এসে হতাশ হয়েই ফেরে বারবার। ২০১২ সালে ইংল্য়ান্ডের নেতৃত্ব পেয়েই সেই অপেক্ষা দূর করেন অ্যালেস্টার কুক। তিনটি সেঞ্চুরি সহ ৫৬২ রান করেছিলেন অধিনায়ক অ্যালেস্টার কুক নিজেই। ২৮ বছর পর ভারতের মাটিতে আজকের দিনেই প্রথম বার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। ঘুম পাড়ানি শেষ ম্যাচটি হয়েছিল নাগপুরে। ২-১ এগিয়ে থাকায় ইংল্যান্ডের শুধু ড্র করলেই চলত। আজই ছিল নাগপুর টেস্টের পঞ্চম তথা শেষ দিন।

১৯৯২- পাকিস্তানের দুর্দশার দিন। স্রেফ এক বোলারের বিধ্বংসী স্পেল পাকিস্তানকে দুরমুশ করেছিল। ফিল সিমন্সকে মনে পড়ে! ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচের দায়িত্ব সামলেছেন। ১৯৯২ সালে ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মোড় ঘোরানো বোলিং করেছিলেন। কেন এমন বলা হচ্ছে! তিনি বোলিং করেছিলেন ১০ ওভার। যার মধ্যে ৮টিই মেডেন ওভার! মাত্র ৩ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পরস্থিতি এমনই হয়েছিল, পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার রশিদ লতিফ ওয়ান ডে ফর্ম্যাটে টেস্টের চেয়েও মন্থর ইনিংস খেলতে বাধ্য হয়েছিলেন। ৭২ বলে ৮ রান করেছিলেন রশিদ লতিফ। ৮১ রানেই অলআউট পাকিস্তান।

১৯১৪- আজকের দিনে জন্ম হয়েছিল ভারতের কিংবদন্তি ক্রিকেটার মুস্তাক আলির। তাঁর সৌজন্যেই টেস্ট ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল ভারত। ২৫তম টেস্ট খেলে প্রথম জয় পেয়েছিল ভারত। সেটা যদিও ১৯৫১-৫২ সিজনে। সেটাই ছিল মুস্তাক আলির শেষ টেস্ট। বিজয় মার্চেন্টের সঙ্গে তাঁর জুটি ছিল অনবদ্য। আজ সেই কিংবদন্তি মুস্তাক আলির জন্মদিন। তাঁর নামেই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফি।

১৯৭৪- কারারক্ষী থেকে ক্রিকেটার! আজ সেই চার্ল ল্যাঙ্গভেল্টের জন্মদিন। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ড্রেকেনস্টেইন জেলের রক্ষী ছিলেন। এই জেল আরও একটা কারণে পরিচিত। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে এই জেলেই বন্দি করে রাখা হয়েছিল। ক্রিকেটার চার্ল ল্যাঙ্গভেল্টের উত্থান সুইং বোলিংয়ের সৌজন্যে। ২০০১ সালে ওডিআই অভিষেক হয় তাঁর। ২০০৫ সালে টেস্ট অভিষেক। পরবর্তীতে কোচিংয়ের সঙ্গেও যুক্ত হয়েছেন।