Wasim Akram : পাকিস্তান সেমিফাইনাল খেলবেই, বাবরদের উপর অগাধ ভরসা ওয়াসিম আক্রমের

World cup 2023 : বিশ্বকাপের সূচি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড একাধিক আপত্তি জানিয়েছিল। পাক বোর্ডের আপত্তিতে কর্ণপাত না করে পূর্ব নির্ধারিত সূচি ঘোষণা করা হয়েছে।

Wasim Akram : পাকিস্তান সেমিফাইনাল খেলবেই, বাবরদের উপর অগাধ ভরসা ওয়াসিম আক্রমের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 9:30 AM

কলকাতা : ভারতের মাটিতে বিশ্বকাপ (Cricket World Cup 2023) সেমিফাইনাল খেলার জোর দাবিদার পাকিস্তান টিম। বলছেন, দলের প্রাক্তন ক্যাপ্টেন সুইং অব সুলতান ওয়াসিম আক্রম। বাবর আজম অ্যান্ড কোম্পানির উপর তাঁর অগাধ ভরসা। নিজের দেশকে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের শেষ চারে অবশ্যই দেখছেন আক্রম (Wasim Akram)। ২০১১ সালে ভারতের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান। মোহালির মাঠে ভারত-পাকিস্তান ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচে সে বার সচিন তেন্ডুলকরদের সামনে কাপ জয়ের স্বপ্ন ভাঙে। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে শেষ চারে পা রাখার আগেই ছিটকে গিয়েছিল তারা। তবে ভারতের মাটিতে বাবরদের সেমিফাইনালে দেখছেন সে দেশের প্রাক্তনীরা। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

তিনি বলেছেন, “পাকিস্তানের অবশ্যই শেষ চারে যাওয়ার ক্ষমতা রয়েছে। ভারতের কন্ডিশন আমাদের জন্য সুবিধের। আমরা পুরো আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামব। উপমহাদেশের কন্ডিশনে আমরা সবসমই আত্মবিশ্বাসী। সেটা ভারত হোক, শ্রীলঙ্কা বা বাংলাদেশ। পাকিস্তানের শেষ চারে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।” পাশাপাশি বাবরের ক্যাপ্টেন্সির উপর তাঁর অগাধ ভরসা। বাবরের নেতৃত্বে কোনওরকম ফাঁক দেখছেন না আক্রম। তাঁর মতে বাবর একেবারে সঠিক পথে হাঁটছেন।

সবেমাত্র অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপের জন্য সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি ঘোষিত হতেই বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা প্রতিক্রিয়া দিচ্ছেন। তবে পাকিস্তানের তরফে প্রতিক্রিয়া জানার অপেক্ষা ছিল। কারণ বিশ্বকাপের সূচি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড একাধিক আপত্তি জানিয়েছিল। পাক বোর্ডের আপত্তিতে কর্ণপাত না করে পূর্ব নির্ধারিত সূচি ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ওয়াসিম আক্রম নিজের দেশেরই ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন। তিনি বলেন, “এগুলো কোনও ইস্যু হতে পারে না। যেখানে ম্যাচ রাখা হয়েছে সেখানেই খেলতে হবে। এগুলো অপ্রয়োজনীয়। পাকিস্তানের ক্রিকেটারদের জিজ্ঞাসা করুন, তাদের কিচ্ছু যায় আসে না যে ভেনু আমেদাবাদে নাকি অন্য কোথাও। তারা শিডিউল মেনেই খেলবে।”