Asia Cup 2023: কেউ পাশে নেই, এশিয়া কাপ বয়কটের ভাবনায় পাকিস্তান!

Pakistan Cricket Board: পাকিস্তানে যদি কোনও ম্যাচই না হয় তা হলে! সূত্রের খবর, অন্তত হাইব্রিড মডেলে মেনে পাকিস্তানে কিছু ম্যাচ হলেও সমস্যা ছিল না। কিন্তু কেউ পাশে না থাকায় পাকিস্তান এশিয়া কাপ বয়কটের ভাবনায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী পরিষ্কার করে দিয়েছেন, টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরলে তারা খেলবে না।

Asia Cup 2023: কেউ পাশে নেই, এশিয়া কাপ বয়কটের ভাবনায় পাকিস্তান!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 2:34 PM

করাচি: এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। অথচ তাদেরই এশিয়া কাপ বয়কটের ভাবনা! পরিস্থিতি এমনটাই। এ বছর ভারতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। তাই এশিয়া কাপও ৫০ ওভারের ফরম্যাটে হবে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বহু আগেই জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এরপর থেকে নানা পরিকল্পনাই হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাতেও নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত না গেলে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড হুঁশিয়ারি দিয়েছিল, ভারত যদি এশিয়া কাপ খেলতে না যায়, তারাও ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। সেই হুঁশিয়ারিতে কোনও কাজই হয়নি। বিকল্প ভাবনাও ছিল পাকিস্তানের। তাতেও ব্যাকফুটে তারা। আয়োজক পাকিস্তানই এখন এশিয়া কাপ বয়কটের ভাবনায়! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছিল যেনতেন প্রকারে এশিয়া কাপ আয়োজন করতে। যদিও ভারতকে ছাড়া এশিয়া কাপের কোনও জৌলুসই থাকবে না। সে কারণেই হাইব্রিড মডেলেরও পরিকল্পনা করে তারা। সেই পরিকল্পনায় ছিল, এশিয়া কাপ পাকিস্তানেই হবে, শুধুমাত্র ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ ভেনুতে করা হবে। ভারত যদি ফাইনালে ওঠে, সেই ম্যাচও হবে নিরপেক্ষ ভেনুতেই। হাইব্রিড মডেলের সমর্থনে এশিয়ার অন্য দুই শক্তি শ্রীলঙ্কা, বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও পাশে চেয়েছিল তারা। কিন্তু সেই পরিকল্পনাও ধাক্কা খেয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ‘খুব তাড়াতাড়িই আলোচনায় বসতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড বুঝতে পারছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডও পিসিবির হাইব্রিড মডেলের সমর্থনে নেই।’ এমন পরিস্থিতিতে, পুরো টুর্নামেন্টটিই নিরপেক্ষ ভেনুতে হতে পারে। গত এশিয়া কাপেই যেমন হয়েছিল। শ্রীলঙ্কা আয়োজক থাকলেও সে দেশের আর্থিক পরিস্থিতি খারাপ থাকায় নিরপেক্ষ ভেনুতে টুর্নামেন্ট হয়েছিল, আয়োজনের দায়িত্বে ছিল শ্রীলঙ্কাই। পাকিস্তান বোর্ড অবশ্য এই পথে নারাজ!

পাকিস্তানে যদি কোনও ম্যাচই না হয় তা হলে! সূত্রের খবর, অন্তত হাইব্রিড মডেলে মেনে পাকিস্তানে কিছু ম্যাচ হলেও সমস্যা ছিল না। কিন্তু কেউ পাশে না থাকায় পাকিস্তান এশিয়া কাপ বয়কটের ভাবনায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী পরিষ্কার করে দিয়েছেন, টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরলে তারা খেলবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, ‘পাকিস্তানের কাছে দুটি পথই খোলা রয়েছে। হয় নিরপেক্ষ ভেনুতে টুর্নামেন্ট খেলুক পাকিস্তান কিংবা পুরোপুরি সরে দাঁড়াক।’ পাকিস্তান সরে দাঁড়াল ব্রডকাস্টাররা অবশ্য ফের আলোচনায় বাধ্য হবে। কেন না, ভারত-পাকিস্তান ম্যাচই যদি না হয় তাদের আয়ের সম্ভাবনাও কমবে। এই ম্যাচ থেকেই বেশি আয় ব্রডকাস্টারদেরও।