ICC World Cup 2023: ভারতে আসার ভিসা মেলেনি সমর্থক, সাংবাদিকদের, বাবরদের তাতাবেন একা বশির চাচা!

Pakistan: পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছেন পাক অধিনায়ক বাবর আজম। যেহেতু ভারতে তাঁদের প্রথম ম্যাচে কোনও পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিনিধি উপস্থিত থাকতে পারছেন না, তাই অনলাইনে দেশীয় সংবাদমাধ্যমের পাঠানো কিছু প্রশ্নের জবাব দেবেন ক্যাপ্টেন। অন্য দিকে, দলের হয়ে একাই গলা ফাটাতে ভারতে হাজির হয়েছেন বশির চাচা।

ICC World Cup 2023: ভারতে আসার ভিসা মেলেনি সমর্থক, সাংবাদিকদের, বাবরদের তাতাবেন একা বশির চাচা!
পাকিস্তান সমর্থক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 3:55 PM

আমেদাবাদ: শুরু হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের গ্র্যান্ড ইভেন্ট ওডিআই বিশ্বকাপ(ICC World Cup 2023)। আগামিকাল, ৬ অক্টোবর নেদারল্যান্ডসের (Pakistan vs Netherlands) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের পাকিস্তান। আর ১৪ অক্টোবর সেই ম্যাচ, যার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। ওই দিনই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য অপেক্ষায় গোটা বিশ্ব। স্বাভাবিক ভাবেই ম্যাচ দেখতে ভারতে আসতে চায় পাক সমর্থকরা। কিন্তু এখনও ভিসা জট না কাটেনি। গ্য়ালারিতে বসে বাবর-নাসিমদের জন্য গলা ফাটানোর স্বপ্ন এখনও অধরা সবুজ সমর্থকদের। তবে কি অনিশ্চিত তাঁদের ভারতসফর? তাহলে কী করে ভারতে এলেন বাবরদের অন্ধ ভক্ত বশির চাচা? TV9Bangla Sportsএ বিস্তারিত।

শুক্রবার বাবরদের বিশ্বকাপ অভিযান শুরু হলেও পাখির চোখ কিন্তু ১৪ অক্টোবর। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে এখনও অনিশ্চিত পাকিস্তানবাসীর ভারতে আসা। শুধু সমর্থকরাই নয়, পাকিস্তানের সংবাদমাধ্যমও অপেক্ষায় ভিসার জন্য। ২০১৭ সাল থেকে ভারতীয় ওয়েবসাইটে প্রবেশের অনুমতি নেই পাকিস্তানের। যার ফলে ভিসার জন্য আবেদনে অসুবিধা তৈরি হয়েছে। এমনকি কী ভাবে দলের খেলা দেখবে পাকিস্তানিরা, তা নিয়েও দন্দ্বে তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি সাংবাদিক ভিপিএন ব্যবহার করে ভারতে ঢোকার ভিসার জন্য আবেদন করেছিলেন। তবে ওই আবেদনকে স্বীকৃতি দেয়নি ভারতীয় দূতাবাস।

পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছেন পাক অধিনায়ক বাবর আজম। যেহেতু ভারতে তাঁদের প্রথম ম্যাচে কোনও পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিনিধি উপস্থিত থাকতে পারছেন না, তাই অনলাইনে দেশীয় সংবাদমাধ্যমের পাঠানো কিছু প্রশ্নের জবাব দেবেন ক্যাপ্টেন। অন্য দিকে, দলের হয়ে একাই গলা ফাটাতে ভারতে হাজির হয়েছেন বশির চাচা। পাকিস্তানের ম্যাসকট বলা হয় তাঁকে। বশিরকে চেনে প্রায় গোটা ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের অন্ধ ভক্ত তিনি। যেখানেই খেলা হয়, দলের সমর্থনে হাজির হন সেখানেই। এ বারও তার অন্যথা হয়নি। বাবারদের আগেই ভারতে এসে গিয়েছেন বশির। তিনি কিন্তু আমেরিকার নাগরিক। যে কারণে ভারতে পা রাখতে অসুবিধা হয়নি তাঁর।