PAK vs SL ICC WC Match Preview: সামনে শ্রীলঙ্কা, বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড কি অক্ষত থাকবে?

Pakistan vs Sri Lanka ICC world Cup 2023: ওয়ান ডে বিশ্বকাপের পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ৭-০ এগিয়ে পাকিস্তান। যদিও সদ্য এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। খুব বেশিদিন নয়, তিন সপ্তাহ আগের কথা। বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাহাড়় প্রমান লক্ষ্য তাড়া করতে নেমে মরিয়া লড়াই, শ্রীলঙ্কা কিছুটা হলেও বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে।

PAK vs SL ICC WC Match Preview: সামনে শ্রীলঙ্কা, বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড কি অক্ষত থাকবে?
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 7:30 AM

হায়দরাবাদ: ভারতের পৌঁছনোর পর থেকে পাকিস্তান টিমের ‘হোম টাউন’ যেন এই হায়দরাবাদই। ওয়ার্ম আপ ম্যাচ থেকে বিশ্বকাপের মূল পর্বে। প্রথম ম্যাচও এই মাঠেই খেলেছে পাকিস্তান। হায়দরাবাদি বিরিয়ানির প্রেমেও পড়েছেন। সামনে এ বার ‘লঙ্কা।’ ঝাঁঝ কতটা হবে, বোঝা কঠিন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসে হারিয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাস তুঙ্গে থাকারই কথা। কিন্তু প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টপ অর্ডারের ব্যর্থতা, আতঙ্কে রাখার জন্য যথেষ্ঠ। আর এই ব্যর্থতার তালিকায় রয়েছেন অধিনায়ক বাবর আজমও। শ্রীলঙ্কার বিরুদ্ধে অনন্য এক রেকর্ড রয়েছে পাকিস্তানের। এ বারের বিশ্বকাপে সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে তো! বিস্তারিত জেনে নিনি TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়ান ডে বিশ্বকাপের পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ৭-০ এগিয়ে পাকিস্তান। যদিও সদ্য এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। খুব বেশিদিন নয়, তিন সপ্তাহ আগের কথা। এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের কাছে লজ্জার হার, বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাহাড়় প্রমান লক্ষ্য তাড়া করতে নেমে মরিয়া লড়াই, শ্রীলঙ্কা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ৪১৯ রান তাড়া করতে নেমে ৩২৬ রান অবধি পৌঁছনো, একে বারেই সহজ নয়। একেকটা সময় মনে হয়েছিল, লক্ষ্যের আরও কাছে পৌঁছতে পারে শ্রীলঙ্কা।

বিশ্বকাপে দু-দলই একটি করে ম্যাচ খেলেছে। চোটের কারণে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ছাড়াও বিধ্বংসী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করেছে। এই ম্যাচে দলের তারকা স্পিনার মহেশ থিকসানা ফিরতে পারেন। তেমনই পাকিস্তান টিমেও একটা বদল হতেই পারে। গত ১১ ইনিংসে হাফসেঞ্চুরির দর্শন পাননি পাক ওপেনার ফখর জামান। তাঁর পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে আব্দুল্লা শফিককে। একাদশে আরও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।